মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন

আমার জন্যই অস্কার জিতেছে আরআরআর: অজয়

ফোরাম প্রতিবেদক / ১০০ জন দেখেছেন
আপডেট : মার্চ ২৭, ২০২৩
আমার জন্যই অস্কার জিতেছে আরআরআর: অজয়
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অভিনেতা অজয় দেবগন দাবি করলেন তার জন্যেই অস্কার জিতেছে ‘আরআরআর’। ‘ভোলা’ সিনেমার প্রচারে টাবু ও দীপক দোবরিয়ালের সঙ্গে ‘দ্য কপিল শর্মা’ শো-তে এসে এই কথা বলে সবাইকে চমকে দিয়েছেন অভিনেতা।

কপিল শর্মার শো মানেই মজার সব কাণ্ডকারখানা। শোয়ের প্রোমোতে দেখা গেছে, অস্কার জেতার জন্য অজয়কে অভিনন্দন জানাচ্ছেন কপিল। আর এরপরেই অজয় বলে বসেন, “‘আরআরআর’ অস্কার জিতেছে আমার জন্য। তাহলে ভেবে দেখুন যে ওই গানে যদি আমি নাচতাম তাহলে কী হতো!”
অজয়ের এই কথায় কপিল অবাক হয়ে যান। হাসিতে ফেটে পরেন টাবু ও অর্চনা পুরান সিং।

নাচ নিয়ে বরাবরই সমস্যা অজয়ের। আর নিজের দূর্বলতা নিয়ে নিজেই রসিকতা করার সুযোগ ছাড়লেন না অভিনেতা। অজয়ের রসিকতা পছন্দ করেছেন ভক্তরা। কমেন্ট বক্সে প্রশংসা করেছেন অনেকেই অজয়ের ‘সেন্স অব ইউমার’-এর।

আগামী ৩০ মার্চ অজয় এবং টাবু অভিনীত ‘ভোলা’ আসবে প্রেক্ষাগৃহে। এটি অজয় পরিচালিত চতুর্থ ছবি। সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান