বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

আমার ওজন নিয়ে সবাই চিন্তিত: দীঘি

ফোরাম প্রতিবেদক / ২৭৩ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৩, ২০২২
আমার ওজন নিয়ে সবাই চিন্তিত: দীঘি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

একটি বিজ্ঞাপনে শিশুশিল্পী হিসেবে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন প্রার্থনা ফারদিন দীঘি। তারপর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি পড়ালেখাও চালিয়ে যাচ্ছেন তিনি। বর্তমানে রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়ালেখা করছেন এই অভিনেত্রী।

অভিনেত্রী হিসেবে মাঝে মাঝেই শুটিংয়ের বাইরে ক্যামেরার সামনে আসতে হয় দীঘিকে। সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিওসহ অন্যান্য পোস্টে ওজন নিয়ে বুলিংয়ের শিকার হতে হয় তাকে। এতদিন চুপ থাকলেও এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। প্রশ্ন তোলা নেটিজেনদের কড়া উত্তরও দিয়েছেন ‘চাচ্চু’ খ্যাত এই অভিনেত্রী।

হৃদয় ভাঙার গল্প নিয়ে বড় পর্দায় আসছেন টেলর সুইফট

রোববার (১১ সেপ্টেম্বর) ফেসবুকে ওজনের বিষয়ে কড়া জবাব দিয়েছেন দীঘি। স্ট্যাটাসে লিখেছেন, “সবাই আমার ওজন নিয়ে এতই চিন্তিত যে, তারা প্রকৃত অর্থে ভুলে গেছে আমি একজন অভিনেত্রী। যার মূলক কাজ অভিনয় করা, জিম প্রশিক্ষক নয়।”

দীঘির এই স্ট্যাটাসে শুভাকাঙ্ক্ষীরা তার সমর্থনে মন্তব্য করেছেন। বলেছেন, এসব কথা যেন পাত্তা না দেন তিনি। এছাড়া অভিনেত্রী নুসরাত ফারিয়াও পাশে দাঁড়িয়েছেন। তিনিও এসব প্রশ্নকে পাত্তা না দেয়ার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় শিশুশিল্পী মিনি চরিত্রে অভিনয় করে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন দীঘি। এরপর ‘চাচ্চু’, ‘দাদীমা’ ও ‘১ টাকার বউ’সহ কয়েকটি সিনেমায় দেখা যায় তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান