বিনোদন ডেস্ক: বুধবার বিকেলে খবর আসে কন্নড় সিনেমা ‘কেডি’র শুটিং সেটে নাকি বোমা ফেটে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তবে খবরটি একদমই ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেন অভিনেতা নিজেই। জানালেন, সিনেমার সেটে এমন কিছু ঘটেনি।
এ নিয়ে এদিন রাতে টুইট বার্তায় সঞ্জয় দত্ত লেখেন, ‘খবর দেখলাম আমি নাকি আহত হয়েছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই আমার আহত হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। ভগবানের কৃপায় আমি ভালো আছি এবং সুস্থ আছি।’
তিনি আরও লেখেন, ‘আমি কেডি সিনেমার শুটিং করছি এবং আমার শুট করার সময় টিম অধিক সর্তকতা অবলম্বন করেছে। সবাইকে ধন্যবাদ আমার খোঁজ নেয়ার জন্য এবং উদ্বেগের জন্য।’
‘কেজিএফ’-এর পর কন্নড় ইন্ডাস্ট্রি আরেক সিনেমা ‘কেডি-দ্য ডেভিল’-এ খলনায়ক হিসেবে দেখা যাবে সঞ্জয় দত্তকে। এটি পরিচালনার করছেন প্রেম। ‘মার্টিন’ খ্যাত তারকা ধ্রুব সারজা এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন।
১৯৭০ সালের কথা, বেঙ্গালুরুতে ঘটে যাওয়া এক সত্য ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে এই সিনেমার চিত্রনাট্য। কন্নড় ছাড়াও তামিল, তেলুগু, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পেতে পাবে সিনেমাটি।
You must be logged in to post a comment.