১২ বছর একসঙ্গে থাকার পরে বিয়ে করে দুইবছর সংসার করেছেন ব্র্যড পিট এবং অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বিচ্ছেদে হৃদয় ভেঙে গিয়েছিল ভক্তদের। একটি সাক্ষাৎকারে সম্প্রতি অ্যাঞ্জেলিনা জোলি বিচ্ছের পরের অনুভূতির কথা জানিয়েছেন।
বিচ্ছেদে খুব কষ্ট পেয়েছিলেন জোলি। কষ্ট সামলে উঠার জন্য নিজের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে তার। তিনি বলেন, ‘আমার শরীরের ওপর গত এক দশকে অনেক ধকল গিয়েছে। বিশেষ করে গত চার বছরে। ফলে আমার অনেক দৃশ্যমান এবং অদৃশ্য দাগ আছে।’
জোলি আরও বলেন, ‘অদৃশ্য দাগগুলো বেশি কষ্টের। জীবনের অনেক বাঁক থাকে। মাঝে মাঝে কষ্ট পেতে হয়, ভালোবাসার মানুষটিকে কষ্ট পেতে দেখতে হয়, নিজের মনের ইচ্ছায় চলা যায় না। তবে এখন অনুভব করতে পারি যে বেঁচে আছি।’
২০০৪ সাল থেকে প্রেমে পড়েন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ২০১৪ সালে তারা বিয়ে করেন। এবং ২০১৬ সালে হলিপাড়ার জনপ্রিয় এ জুটির বিচ্ছেদ ঘটে। তাদের সংসারে দত্তক নেওয়া তিন সন্তানসহ ছয়জন সন্তান রয়েছে। টাইমস অব ইন্ডিয়া
You must be logged in to post a comment.