‘আই লাভ ইউ/ আম গাছে আম নেই/ ঢিল কেন মারো/ তোমার সাথে প্রেম নেই/ চোখ কেন মারো?’—২০২০ সালে এমন কথায় প্রকাশ পেয়েছিল প্রত্যয় হিরনের একটি র্যাপ গান। শিরোনাম ‘আমায় দিও কল’। মূলত এটি ছিল রিপন ভিডিওর একটি ভাইরাল সংলাপ। এরই সূত্র ধরে গান। এবার এই গানে নেচে ভাইরাল হলেন কলকাতার তিন কন্যা—সৃজিতা ঘোষ, তিথি দাস ও স্নেহা দাস। তাঁরা মূলত ক্লাসিক্যাল নৃত্য়শিল্পী, আবার সোশ্যাল মিডিয়াতেও কনটেন্ট ক্রিয়েট করেন। এবার এই গানের সঙ্গে নাচে তাঁদের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সেই তিন কন্যার পরনে উজ্জ্বল রঙের শাড়ি, চোখে কালো চশমা, কপালে বড় টিপ; যেন বাঙালি সাজের ফিউশন। নাচে ক্লাসিক্যাল ছন্দ।
ইতিমধ্যে মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে তাঁদের ভিডিওটি। প্রাচ্য-পাশ্চাত্যের এমন নৃত্য়শৈলীর ধারণা কীভাবে এল—তা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে ওড়িশি নৃত্য়শিল্পী তিথি দাস বলেন, ‘মাথায় চলছিল রাউডি টাইপের মেয়ের একটা মুড চাই গানে। এরপরই ওই গানটা (আমায় দিও কল) কীভাবে ক্লাসিক্যাল রূপে তুলে ধরব সেই নিয়ে একটা ভাবনা-চিন্তা ছিল। সৃজিতা দি আর স্নেহা দুজনেরই ভারতনাট্যম ব্যাকগ্রাউন্ড, ফলে সেভাবে পুরো ব্যাপারটা শুরু হয়। আমাদের পোশাকে ছিল কলকাতারই একটা ব্র্যান্ড।’
সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ফুলঝুরি। এত এত মানুষের ভালোবাসা, কেমন লাগছে? তিথির ভাষ্য, ‘এটা তো খুবই ভালো লাগছে। এর আগেও আমার ক্লসিক্যাল ভিডিওতে অনেকের প্রশংসা পেয়েছি। এটাও যে এত মানুষের কাছে পৌঁছাবে, শুধু এখানেই নয় বাংলাদেশ থেকেও প্রচুর মানুষের ভালোবাসা পাচ্ছি, ভালো লাগছে। আমরা ভারতীয় ব্যাপারটা মানে শাড়ি পরে সঙ্গে আলতা, টিপ সবটাই রাখার চেষ্টা করেছি।’
সৃজিতা ঘোষ বলেন, ‘বাঙালি কালচারকে মাথায় রেখে অফবিট কিছু জায়গায় শুট করার কথা ভেবেছিলাম। বাঙালিদের প্রিয় খাবার মাছ, আর প্রত্যেক দিন সকালবেলা মাছের বাজারে আমাদের সবার ভিড় জমানো, সেই জায়গাটাকে কীভাবে আমরা অন্যরকম ভাবে তুলে ধরতে পারি, সেটাই পরিকল্পনা ছিল। বেশিরভাগটাই কলকাতার অলিগলি, যেমন ফুচকার দোকান, কলেজ স্ট্রিট বইপাড়া—এই সমস্ত জায়গায় শুট করা। বাংলার বিশেষত্বকে ধরে রাখার চেষ্টা করেছি।’
ভাইরাল ভিডিওটিতে মন্তব্য করেছেন অভিনেত্রী সোহিনী সরকার। লিখেছেন, ‘উল্লাস’। পুরো নাচের ভিডিও করেছেন সোহম দে। অন্যদিকে, স্নেহা, তিথি ও সৃজিতা আগামীতে আরও বেশ কিছু কনটেন্ট আনতে চলেছেন বলেও জানিয়েছেন।
https://www.instagram.com/reel/C3cHhSOLsIG/?utm_source=ig_embed&ig_rid=3c07cde9-6e4b-45ac-a33d-d0fd2cc61c8a
You must be logged in to post a comment.