বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গতে উন্মুক্ত হচ্ছে কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অসময়’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এর আগে গতকাল (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সিনেমাটির প্রিমিয়ার। এদিন অভিনয়শিল্পী, কলাকুশলী ও সাংবাদিকদের সঙ্গে অসময় দেখেছেন ফারিণ।
সিনেমাটির গল্পটি অনেকটা এমন—মধ্যবিত্ত পরিবারের মেয়ে তাসনিয়া ফারিণ। নাম ‘উর্বী’। মা-বাবা-ভাইকে নিয়ে তাঁদের টানাপোড়েনের সংসার। ঘটনাক্রমে তাঁর নামে অপরাধী চক্রে জড়িত থাকার অভিযোগ ওঠে। জেলেও যেতে হয় তাঁকে। সেখানে মেয়েকে দেখে অবাক হন তাঁর মা। উর্বীর ড্রেসআপ নিয়ে প্রশ্ন তোলে কষে এক থাপ্পর মাড়েন তিনি। পাশাপাশি পরিচালক সমাজের শো-অফ ব্যাধিও দেখিয়েছেন।
সিনেমার মতো বাস্তব জীবনে কখনও ফারিণকে এমন অনাকাঙ্খিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল কি-না জানতে চাইলে গণমাধ্যমে তিনি বলেন, ‘এই ধরনের পরিস্থিতিতে এখন পর্যন্ত পড়তে হয়নি। তবে আমার পরিচিত অনেকেরই এ রকম হয়েছে। এবং আমার মনে হয়, আশপাশে এ রকম অনেক ঘটনা দেখতে পাবেন—যাঁরা হয়তো ইনোসেন্স (নিষ্পাপ), যাঁদের কোনো দোষ নেই, কিন্তু তাঁদের দোষ না থাকা সত্ত্বেও এমন একটা পরিস্থিতিতে তাঁরা জড়িয়ে যান। যেখান থেকে পরিত্রাণটা খুব কষ্টকর। সিনেমাটিতে যেমন সমাপ্তিটা দেখেছি আমরা, কখনও কখনও তার চেয়ে বিপরীত সমাপ্তিও হয়। হঠাৎ একটা পরিবার ধ্বংস হয়ে যায়। সমাজে নেগেটিভ প্রভাব পড়ে। হাস্যরসের মাধ্যমেই এই বার্তাটি ফুটিয়ে তোলা হয়েছে, আমি তো গল্পটির সঙ্গে খুব রিলেট করতে পেরেছি।’
এ ধরনের ঘটনার সম্মুখীন না হলেও সিনেমাটির শুটিং চলাকালে বিএফডিসি থেকে চুরি হয়ে গিয়েছিল ফারিণের মোবাইল। সে ঘটনায় তাঁকে থানা পর্যন্ত যেতে হয়েছিল। অসময় প্রিমিয়ারে ওই ঘটনা বারবার মনে পড়ছিল অভিনেত্রীর।
ফারিণ বলেন, ‘অসময়ের শুটিংয়ের সময় আমার মোবাইল হারিয়ে গিয়েছিল। সিনেমাটিতে যে দৃশ্যটি আমরা দেখছিলাম—আমাদের ইরেশ ভাইয়ের মোবাইল হারিয়ে যায়। থানায় যান তিনি। এমন একই ঘটনা তখন আমার জীবনে বাস্তবে হয়েছে। দেখে আসলে হাসি পাচ্ছিল যে, এই জিনিসটা শুটিংয়ের সময়ে আমার সঙ্গে হয়েছে! হয়তো মোবাইল হারানোর কারণেই এত ভালো একটি প্রোডাকশন নির্মাণ সম্ভব হয়েছে।’
প্রসঙ্গত, সিনেমাটিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, রুনা খান, মনিরা মিঠু, ইন্তেখাব দিনার, জিয়াউল হক পলাশ, শাহেদ আলী, শরাফ আহমেদ জীবন, শিমুল, শাশ্বত দত্ত প্রমুখ। আগামীকাল থেকে বঙ্গতে ২০ টাকায় সাবস্ক্রাইব করে দর্শকরা দেখতে পাবেন কনটেন্টটি।
You must be logged in to post a comment.