অভিনেতা ও নাট্যপরিচালক আবুল হায়াত এবার ’শিলাবৃষ্টির শরবত’ নামে নতুন একটি নাটক পরিচালনা করেছেন। বিভিন্ন সময়ে বিশেষ অনুষ্ঠানকে ঘিরে নাটক নির্মাণের ধারাকে অব্যাহত রেখে সম্প্রতি এক ঘণ্টার এই নাটকের শুটিং শেষ করেছেন তিনি।
রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নির্মিত এই নাটকটির নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত নিজেই। নাটকে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও শাহেদ শরীফ খান।
আবুল হায়াত বলেন, ‘শিলাবৃষ্টির শরবত নাটকের গল্পটা একেবারেই ব্যতিক্রমী। খ্যাতিমান কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প থেকে এর চিত্রনাট্য তৈরি করেছি। এর প্রযোজনার পরিচালনা করেও ভালো লেগেছে।’ দর্শকদের ভালো লাগবে নাটকটি।’
আবুল হায়াত বলেন, ‘অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনা করে আমাকে বেশ তৃপ্তি দেয়। ভালো গল্প পেলে তাই পরিচালনাও করি।’
এই নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। তিনি বলেন, “আবুল হায়াত চাচা একজন অসম্ভব মেধাবী, একজন প্রতিভাবান শিল্পী। তার নির্দেশনায় কাজ করতে পেরে ভালো লাগছে।”
You must be logged in to post a comment.