প্রতিথযশা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হায়াত ৮১ বছরে পদার্পণ করেছেন। দীর্ঘ অভিনয় জীবনের এই উপলক্ষ্যে তিনি রচনা করেছেন আত্মজীবনী ‘রবি পথ’।
বইটির মোড়ক উন্মোচন এবং আবুল হায়াতের কর্মময় জীবনকে উদযাপন করতে ‘রবি পথ-কর্মময় ৮০’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন অভিনয় জগতের বহু গুণী শিল্পী। তারা আবুল হায়াতের অভিনয় প্রতিভা এবং তার শৈল্পিক অবদানের প্রশংসা করেন।
বক্তারা জানান, আবুল হায়াত কেবল একজন মহান শিল্পীই নন, বরং তিনি একজন শিক্ষকও, যার অনুপ্রেরণায় তরুণ অভিনয়শিল্পীরা অভিনয় জগতে এগিয়ে যাচ্ছেন।
আবুল হায়াতের দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ার সম্পর্কে আলোচনা করা হয়, যেখানে তার মঞ্চ ও রুপালি পর্দার অসংখ্য সফল কাজের কথা উল্লেখ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিল্পীরা আবুল হায়াতের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তার উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।
আয়োজনে অভিনেত্রী সারা যাকের, অভিনেতা তারিক আনাম খান, অভিনেত্রী দীপা খন্দকার, অপি করিমসহ ছোট ও বড় পর্দার অনেক গুণী শিল্পীরা উপস্থিত ছিলেন।
You must be logged in to post a comment.