মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

আবার বিয়ে করবেন সোহানা সাবা

ফোরাম প্রতিবেদক / ২৬৯ জন দেখেছেন
আপডেট : জুলাই ২৬, ২০২২
আবার বিয়ে করবেন সোহানা সাবা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অভিনেত্রী সোহানা সাবা আপাতত সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন। ২০১৫ সালে নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে বিচ্ছেদের পর থেকে ছেলে সন্তানকে নিয়ে সিঙ্গেল মাদার হিসেবেই রয়েছেন তিনি। কিন্তু এই সিঙ্গেল জীবন আর কতদিন? আর কি বিয়ে করবেন না—এ প্রশ্ন প্রায়ই শুনতে হয় তাকে। এতদিন এ প্রশ্ন এড়িয়ে গেলেও এবার নিজ থেকেই বিয়ে করবেন বলে জানিয়েছেন সোহানা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাসে বিয়ে করবেন বলে জানান সোহানা। পোস্টে তিনি লিখেছেন, “অনেকেই ইনিয়ে-বিনিয়ে প্রকাশ্যে আড়ালে জানতে চাইছেন এবার আমি কবে বিয়ে করব? সত্যি বলতে কোনো শিশুর জন্মের খবর শুনলে সবাই দম্পতির কাছে জানতে চায়, ‘তোমাদের খবর কবে শুনবো?’ কারো মৃত্যুর খবর শুনলে যেমন নিজের বা কাছের মানুষের মৃত্যুচিন্তা মাথায় ভর করে। তেমনি কারো বিয়ের খবর পেলে বিবাহ-সম্ভাব্য ব্যক্তির দিকে সবার নজর পড়ে যে তার নাম্বার কবে আসবে?”

ফের বিয়ে করলেও এ ক্ষেত্রে নতুন করে কোনো ভুল করতে চান না এই অভিনেত্রী। তার কথা, “যদিও ব্যক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না। তবুও বলছি, বিয়ে যদি কখনো করিও আর ভুল করব না। সেটাই ট্রাই করব। ছোটবেলার এক সিন্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে, তা আজও সামলিয়ে কতটা উঠতে পেরেছি তা জানি না। তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না। কোনোরকম পিআর প্রেসার কাজ করবে না আমার সঙ্গে। জীবনটা খুব সুন্দর, জীবনের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই।”

সোহানা বিয়ের পর স্বাধীনতা হারিয়েছিলেন। তবে নির্মাতা স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সেই স্বাধীনতা আবারও ফিরে পেয়েছেন তিনি। আর এই স্বাধীনতাকে ভুল না বোঝার জন্য আহ্বান জানিয়েছেন। লিখেছেন, “একেবারে ভুল বুঝবেন না যে, এটা খারাপ কোনো স্বাধীনতা। এটা নিজের জীবন, নিজের আয়-ব্যয়, নিজের চিন্তা-ভাবনা, নিজের মতবাদ, নিজের বিশ্বাস, নিজের বেড়ে ওঠা জীবন, নিজের সম্মানবোধ, নিজের সততার, নিজের শিক্ষার, নিজের নিঃশ্বাস নেবার স্বাধীনতা। আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না। আর যদি বিয়ে করি, তবে এ টুকু নিশ্চিত হবো যে, আমার এই স্বাধীনতাকে সম্মান করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান