২০২২ সালে আলোচিত দুই ছবি ‘পরাণ’ ও ‘হাওয়া’ একসাথে মুক্তি পেতে যাচ্ছে। অন্যতম আলোচিত ও ব্যবসা সফল এই সিনেমা দু’টি একইদিন মুক্তি দেওয়া হবে। আগামী ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় দেখা যাবে সিনেমা দু’টি। খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।
এসময় তিনি জানান, মূলত ভাষা দিবস উপলক্ষে দর্শকপ্রিয় দু’টি সিনেমা আমরা আবারো প্রদর্শন করতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্স। তবে সিনেমাটি মাত্র একদিন অর্থাৎ ২১শে ফেব্রুয়ারিই প্রদর্শিত হবে। এদিন দু’টি সিনেমার ১৩টি করে শো প্রদর্শিত হবে।
মেসবাহ উদ্দিন আহমেদ আরো জানান, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’সহ হলিউডের যে সিনেমাগুলো চলছে, সেগুলোও চলবে।
উল্লেখ্য ‘পরাণ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান। অন্যদিকে ‘হাওয়া’য় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডলসহ অনেকে।
রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ মুক্তি পেয়েছিল গতবছর ১০ই জুলাই। এর ১৯ দিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘হাওয়া’। দু’টি সিনেমাই মাসের পর মাস ধরে প্রদর্শিত হয়েছে।
You must be logged in to post a comment.