এক সময়ের সুপার হিট মেগা সিরিয়াল ‘৫১ বর্তী’ আবরও চ্যানেল আই-এর দুই দশক পূর্তি উপলক্ষে দেখানো হচ্ছে। আনিসুল হক-এর রচনায় এ ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ৫১ সংখ্যাগরিষ্ঠ একটি পরিবারে বাস করা বাড়ির প্রতিটি সদস্যের সংসারে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি এখানে তুলে ধরা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্য থেকে প্রতিটি ঘরের প্রতিটি সদস্যের আসল গল্পটি তুলে ধরা হয়েছে। এই নাটকের মাধ্যমে ‘৫১ বর্তী’ দল দর্শক-শ্রোতাদের কাছে বিভিন্ন ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। এ ধারাবাহিকে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুদ আলী খান, ফারহানা মিঠু, মাহফুজ আহমেদ, শাহেদ শরীফ খান, শ্রাবন্তী, অপি করিম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, মারজুক রাসেল, মৌটুসী, নায়লা, মোনা, সোহাগ, বাপী করিম, কাব্য প্রমুখ। প্রচার হচ্ছে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায়।
You must be logged in to post a comment.