বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

আবারো একসাথে শাকিব খান ও পূজা চেরি

ফোরাম প্রতিবেদক / ৩০৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ১, ২০২২
আবারো একসাথে শাকিব খান ও পূজা চেরি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

‘মায়া’ শিরোনামের একটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। গেল বছরেই এমন ঘোষণা দিয়েছিলেন। ২০২১-২২ অর্থবছরে এই সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদানও নিয়েছেন নায়ক।

হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পূজা চেরি।

এই তথ্য নিশ্চিত করে শাকিব খান বলেছেন, “‘মায়া’ আমার স্বপ্নের একটি প্রজেক্ট। বছর শেষে সিনেমাটির শুটের পরিকল্পনা আছে; এই সিনেমায় আমার নায়িকা হচ্ছে পূজা। আশ্বস্ত করতে পারি এই সিনেমা মাধ্যমে নতুন কিছু হতে যাচ্ছে। এর বেশি বিস্তারিত এখনই প্রকাশ করতে চাই না।”

এই সিনেমা প্রসঙ্গে পূজা চেরির মন্তব্য জানাতে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যাইনি। এর আগে ‘গলুই’ সিনেমায় প্রথমবারের মত জুটি বেঁধেছিলেন শাকিব-পূজা।

২০১৪ সালে শাকিব খান নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের কাজ শুরু করেন। তাঁর প্রযোজিত সিনেমা ‘হিরো দ্য সুপারস্টার’, ‘পাসওয়ার্ড’ ও ‘বীর’। সম্প্রতি ‘রাজকুমার’ নামে আরও একটি সিনেমা নির্মাণ করছে এসকে ফিল্মস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান