আবারও হলিউড ছবিতে অভিনয় করছেন প্রিয়ঙ্কা চোপড়া। শনিবার এই খবরটি দিয়েছেন অভিনেত্রী নিজেই। ছবির নাম ‘দ্য ব্লাফ, এ ছবিতে প্রিয়ঙ্কা স্কিন শেয়ার করবেন ‘দ্য বয়েজ’ খ্যাত অভিনেতা কার্ল আর্বানের সঙ্গে।
ইনস্টাগ্রামের কার্ল আর্বানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে প্রিয়ঙ্কা লিখেছেন, ‘‘এখন এবং এর পরে যদি আমরা বেঁচে থাকি, ভাল থাকি, তা হলে ঈশ্বর আমাদের নতুন জলদস্যু হওয়ার অনুমতি দেবেন।’’
সাহিত্যিক মার্ক টোয়েনের এই উক্তি প্রিয়ঙ্কা ইনস্টাগ্রাম স্টোরিতেও ভাগ করে নিয়েছেন। প্রিয়ঙ্কার পোস্টে ভালবাসা জানিয়েছেন স্বামী নিক জোনাসও। পোস্টটি নিজের ইনস্টাগ্রামে ভাগ করেও নিয়েছেন ।
‘এজিবিও’ স্টুডিয়ো এবং ‘অ্যামাজন এমজিএম স্টুডিয়ো’র প্রযোজনায় তৈরি হবে এই সিনেমা। ‘দ্য ব্লাফ একজন প্রাক্তন মহিলা জলদস্যুর জীবনের রহস্যময় অতীতের গল্প বলবে। প্রাক্তন জলদস্যুর ভূমিকায় দেখা যাবে প্রিয়ঙ্কাকে। তবে কবে থেকে শুটিং শুরু হবে কিংবা কবে নাগাদ মুক্তি পাবে এই ছবি, সেই সংক্রান্ত কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
উল্লেখ্য ১০ বছর ধরে হলিউডে কাজ করে এখন সারা বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করেছেন অভিনেত্রী। গত বছর মুক্তি পেয়েছে প্রিয়ঙ্কার হলিউড সিরিজ ‘সিটাডেল’। এই সিরিজে প্রিয়ঙ্কার সঙ্গে দেখা গিয়েছে ‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন। অ্যাকশন ও রহস্য-রোমা়ঞ্চে ভরা আমেরিকান সায়েন্স-ফিকশন সিরিজ়।
You must be logged in to post a comment.