অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে সাময়িকভাবে স্থগিত হওয়া সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) আবারও শুরু হচ্ছে। বন্ধ ঘোষণার দুই দিন পর আজ (৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সট ও টুর্নামেন্টের আট দলের আট অধিনায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে ম্যাচ শুরুর সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জি নেক্সটের সদস্য অর্নিল হাসান।
তিনি বলেন, ‘সাময়িকভাবে স্থগিত করার দিনই তিনটি অপশনের কথা বলা হয়েছিল। এর মধ্যে একটি হলো খেলা চালু করা। জি নেক্সটের তরফ থেকে আট অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে। প্রায় দুই ঘণ্টা বিষয়টি নিয়ে কথা বলার পর এ সিদ্ধান্ত হয়। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করা হবে।’
সেলিব্রেটি ক্রিকেট লিগে বিনোদন অঙ্গনের তারকাদের বেশ উৎসাহ-উদ্দীপনায় ক্রিকেটীয় লড়াইয়ে দেখা গেছে। কিন্তু গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়। ম্যাচ শেষে গত শুক্রবার রাত সাড়ে ১১টায় পর আবারও উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ আনেন চিত্রনায়িকা রাজ রিপা।
সিসিএল আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঘটনাটি হঠাৎ করেই মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তবে ভিডিও ফুটেজ থেকে দোষীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা তথা মামলা করা হয়েছে। লিগের সবগুলো দলের অধিনায়কের সম্মতিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকরা।
You must be logged in to post a comment.