শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৫৫ পূর্বাহ্ন

আবারও সিনেমায় ফিরছেন রেসি

ফোরাম প্রতিবেদক / ৭৭০ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ৩, ২০১৯
আবারও সিনেমায় ফিরছেন রেসি
আবারও সিনেমায় ফিরছেন রেসি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চিত্রনায়িকা মৃদুলা আহমেদ রেসি। পরিবার নিয়েই ব্যস্ত সময় অতিবাহিত করছেন। কয়েক বছর ধরেই তাই অভিনয় থেকে দূরে রয়েছেন। এক সময়ে তিনি ছিলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম চাহিদা সম্পন্ন অভিনেত্রী। এবার বিরতি ভেঙে ফিরছেন রেসি।

‘ইয়েস ম্যাডাম’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই তারকা। সিনেমাটি নির্মাণ করবেন রকিবুল ইসলাম রাকিব।

নতুন করে ফিরে আসা নিয়ে রেসি বলেন, ‘এতদিন অনেক সিনেমাতেই কাজ করার প্রস্তাব পেয়েছি। তবে গল্প ও চরিত্র পছন্দ হয়নি বলে অভিনয় করা হয়নি, অপেক্ষায় ছিলাম। ‘ইয়েস ম্যাডাম’ সিনেমার গল্পটি পছন্দ হয়েছে, তাই এতে অভিনয় করছি। আগামী ২০ ডিসেম্বর থেকে এর শুটিংয়ে অংশ নেব।’

এদিকে, লেডি অ্যাকশন ঘরানার সিনেমা ‘ইয়েস ম্যাডাম’ প্রযোজনা করছে টুঙ্গিপাড়া ফিল্মস। রেসি ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কেয়া, তানহা মৌমাছি, শিপন মিত্র। আর দুই ভিলেন চরিত্রে দেখা যাবে অমিত হাসান ও অরুণা বিশ্বাসকে।

এর আগে, ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাতে অভিনয়ের কথা ছিল চিত্রনায়িকা পপির। কিন্তু পরবর্তীতে তার পরিবর্তে এতে নেওয়া হয়েছে কেয়াকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান