বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

আবারও সম্প্রচার শুরু করলো টেলিভিশন চ্যানেল ‘রেইন’

ফোরাম প্রতিবেদক / ২৮৬ জন দেখেছেন
আপডেট : জুলাই ১৯, ২০২২
আবারও সম্প্রচার শুরু করলো টেলিভিশন চ্যানেল ‘রেইন’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

চার মাস বন্ধ থাকার পর আবারও সম্প্রচার শুরু করেছে রাশিয়ার সর্বশেষ স্বাধীন টেলিভিশন চ্যানেল ‘রেইন’। ইউক্রেনে হামলা চালানোর পর রুশ কর্তৃপক্ষ এ টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়।

রুশ ভাষায় এই টেলিভিশন চ্যানেল ডজড নামে পরিচিত। তবে টেলিভিশন চ্যানেলটি লাটভিয়া থেকে তাদের কার্যক্রম শুরু করেছে। তাও আবার ইউটিউবে লাইভ সম্প্রচারের মধ্য দিয়ে।

গত মার্চ মাসে ডজড চ্যানেল বন্ধ করে দেয় রাশিয়া। এরপরই দেশটি থেকে চ্যানেলটির অনেক কর্মী পালিয়ে যায়। পালিয়ে গিয়ে তারা চ্যানেলটি পুনরায় দাঁড় করানোর চেষ্টা করেন।

লাটভিয়ার রাজধানী রিগা থেকে স্থানীয় সময় রাত ৮টা এবং রাশিয়ার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে চ্যানেলটির লাইভ সম্প্রচার শুরু হয়। শুরুতে তারা খবর দিয়ে এর কার্যক্রম শুরু করে।

বিবিসির খবরে বলা হয়েছে, চ্যানেলটি ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে লাইলেন্স সংগ্রহ করে পুরোপুরিভাবে তাদের কার্যক্রম শুরু করবে। শরৎ মৌসুমের মধ্যে তারা রাজধানী রিগার পাশাপাশি আমস্টারডাম, প্যারিস, তিবলিসি এবং জর্জিয়াতেও কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান