মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:২০ অপরাহ্ন

আবারও মা হচ্ছেন হলিউড অভিনেত্রী মেগান ফক্স

বিনোদন ডেস্ক / ৩২ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১২, ২০২৪
আবারও মা হচ্ছেন হলিউড অভিনেত্রী মেগান ফক্স
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আবারও মা হতে চলেছেন হলিউড অভিনেত্রী মেগান ফক্স। মেগানের নতুন দাম্পত্যসঙ্গী সংগীতশিল্পী মেশিনগান কেলির প্রথম সন্তান এটি। সামাজিক মাধ্যমে সোমবার অন্তঃস্বত্ত্বা হওয়ার বিষয়টি জানান অভিনেত্রী নিজেই। তবে প্রথম সংসারে তিন সন্তান রয়েছে মেগানের।

ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেছেন মেগান। একটিতে তার বেবিবাম্প, অন্যটিতে প্রেগন্যান্সি পরীক্ষার ইতিবাচক রেজাল্টের ছবি। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সত্যি কোনো কিছুই হারিয়ে যায় না। স্বাগত জানাই।’

এবিসি নিউজের প্রতিবেদন অনুসারে, ২০২২ সালে বাগদান সারেন মেগান ফক্স ও গায়ক মেশিন গান কেলি। এক বছর আগে এ জুটি বাবা-মা হতে যাওয়ার কথা জানিয়েছিল। কিন্তু হঠাৎ মেগানের গর্ভপাত হয়। তবে এবার সুসংবাদ দিলেন অভিনেত্রী।

মেগান ফক্সের দাম্পত্য জীবন বেশ আলোচিত। ২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’ সিনেমার শুটিং সেটে দেখা হয় মেগান ফক্স ও অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের। তখন মেগানের বয়স ১৮ আর ব্রায়ানের ৩০। বয়সের ব্যবধান বেশি হওয়ায় সম্পর্কে জড়াতে গিয়েও দ্বিধায় পড়েছিলেন মেগান। সর্বশেষ ২০১০ সালে দ্বিধা-দ্বন্দ্ব পেছনে ফেলে অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মেগান ফক্স।
এ সংসারে তাদের তিনটি পুত্র সন্তান রয়েছে। ২০২০ সালে ভেঙে যায় মেগানের প্রথম সংসার। ব্রায়ান অস্টিন গ্রিনের সঙ্গে সংসার ভাঙার দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই নতুন প্রেমিক মার্কিন সংগীতশিল্পী মেশিনগান কেলির সঙ্গে নাম জড়িয়ে খবরে আসেন মেগান ফক্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান