আবারও মা হতে চলেছেন ভারতীয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২৭শে জুন ফেসবুকে একটি পোস্ট দিয়ে ভক্তদের এ খবর জানান অভিনেত্রী। ছেলে ইউভানের সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছেন ‘ইউভান বড় ভাই হতে যাচ্ছে। এরপর থেকে শুভেচ্ছায় ভাসছে তার পোস্টের মন্তব্যের ঘর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান এসব তথ্য জানিয়েছে।
এদিকে শুভশ্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীও একই বিষয়ে পোস্ট দিয়েছেন। নেটিজেনদের পাশাপাশি সেখানে শুভেচ্ছা জানিয়েছেন শোবিজ তারকারাও। ২০১৮ সালের মে মাসে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন এ অভিনেত্রী। বিয়ের পাঁচ বছর পর দ্বিতীয় সন্তান আসার সুখবর দিলেন তারকা দম্পতি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন শুভশ্রী। দ্বিতীয়বার মা হতে যাওয়ায় খুশি পরিচালক রাজ চক্রবর্তী। ছেলেকে ঘিরেই তাদের পৃথিবী, এ কথা বার বার বলে আসছেন এ দম্পতি। এ বার পরিবারে যোগ হতে চলেছে নতুন সদস্য।
You must be logged in to post a comment.