ম্যাডক্সের পর এ বার জাহারা। নামী কলেজে পড়তে চলে গেল সে-ও। আনন্দাশ্রুতে ভাসছেন গর্বিত মা অ্যাঞ্জেলিনা। আবারও বিচ্ছেদের মুহূর্ত অ্যাঞ্জেলিনা জোলির জীবনে। ছোট্ট মেয়েটা কবে এত বড় হয়ে গেল বুঝতেই পারছেন না অভিনেত্রী। জর্জিয়ার স্পেলম্যান কলেজে পড়তে যাচ্ছে ১৭ বছরের জাহারা। বাড়ি ছেড়ে দূরে থাকতে হবে তাকে। সেই দুঃখে বুক ফেটে যাচ্ছে মায়ের। তবু এই বিচ্ছেদ যে কতখানি গর্বের! মেয়েকে শুভেচ্ছা জানিয়ে অ্যাঞ্জেলিনা পোস্ট দিলেন নেটমাধ্যমে।
স্পেলম্যান কলেজের ভাইস প্রেসিডেন্ট ড্যারিল হলোম্যান থেকে শুরু করে প্রাক্তনীরা সবাই এতে আনন্দিত। কলেজে ক্লাস শুরুর আগে চেনা-পরিচিতির জন্য উৎসবে আমন্ত্রিত ছিল জাহারা। তাঁরা ধুমধাম করে স্বাগত জানালেন ব্র্যাড আর জোলির কন্যাকে।
কিছু দিন আগেই মেয়ের হাইস্কুল সভাপতি ডঃ হেলেন গেইলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অ্যাঞ্জেলিনা। হেলেনকে বলেছিলেন, ‘‘মনে হচ্ছে আনন্দে কেঁদে ফেলব। নিজেকে সামলাচ্ছি।’’
ডাঃ গেইল তাঁকে শান্ত করার চেষ্টা করেছিলেন। ‘মাইটি হার্ট’ অভিনেত্রী জানালেন, স্পেলম্যানে পড়া মেয়ের মা হতে পেরে তিনি রোমাঞ্চিত। শুক্রবার মেয়েকে কলেজে পৌঁছে দিতে গিয়েছিলেন অ্যাঞ্জেলিনা।
২০১৯ সালে বড় ছেলে ম্যাডক্সকে যখন দক্ষিণ কোরিয়ার ইয়নসেই কলেজে ভর্তি করতে গিয়েছিলেন তখনও এমনই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন হলিউড অভিনেত্রী। এর পর জাহারা। দত্তক সন্তানদের মানুষ করতে পেরে ধন্য অ্যাঞ্জেলিনা। তাঁর প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের অনুভূতি জানতে চাওয়া হলে তিনিও বলেন, ‘‘সত্যিই সুন্দর। এর চেয়ে ভাল কী হতে পারে!’’
You must be logged in to post a comment.