দীর্ঘ ১১ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর। অনুজা চৌহানের বেস্টসেলার ‘ক্লাব ইউ টু ডেথ’ এর গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। ‘মার্ডার মুবারক’ নামের এই ছবির শুটিং শুরু হবে আগামী মার্চে।
বলিউড সূত্রে জানা গেছে, নামিদামি অভিনেতারা এই ছবিতে অভিনয় করবেন। কারিশমা কাপুরকে দেখা যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। এই ছবিতে আরও অভিনয় করছেন ডিম্পল কাপাডিয়া, পঙ্কজ কাপুর, সারা আলি খান, বিজয় বর্মা।
দিল্লির পটভূমিকায় অপরাধমূলক রহস্য-রোমাঞ্চ থ্রিলারটিধর্মী ছবিটি পরিচালননা করছেন হোমি আদাজানিয়া। শোনা যাচ্ছে, হোমি এবং দীনেশ ভিজান হলিউড থ্রিলার ‘নাইভস আউট’-এর আদলে ছবিটি তৈরির পরিকল্পনা করেছেন। দিল্লির সবচেয়ে প্রাচীন এবং অভিজাত টার্ফ ক্লাব (ডিটিসি)-কে ঘিরে রহস্যের টানটান উত্তেজনা ফুটে উঠবে পর্দায়। তবে ছবিতে কারিশমার চরিত্র সম্পর্কে এখনও পর্যন্ত বিশেষ কিছু জানা সম্ভব হয়নি।
You must be logged in to post a comment.