কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। অসুস্থতার জন্য বেশ কিছুদিন অভিনয় করতে পারেননি তিনি। তবে সুস্থ হয়ে দেবের ‘প্রজাপতি’ ছবির মধ্যে দিয়েই আবারও পর্দায় ফিরেছেন কনীনিকা। এখন অপেক্ষা করছেন ওটিটির কাজের জন্য।
সিরিয়ালের গল্পে প্রধান চরিত্রে কাজের সুযোগ পেলেও চলচ্চিত্রের প্রধান চরিত্রে কনীনিকাকে খুব একটা দেখা যায় না। এমন প্রশ্ন উঠতেই তিনি বলেন, টলিউডে যে মেয়েরা বাইরে থেকে প্রযোজক ধরে আনতে পারেন, তারাই লিড অভিনেত্রী হিসেবে কাজ পায়। যারা পারেন না, তারা ভাল অভিনেত্রী হলেও পার্শ্বচরিত্রে অভিনয় করে যান। আমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আমি জানতাম কাউকে ধরে আনতে পারব না।’
এই অভিনেত্রী বলেন, ‘সিনে দুনিয়ায় মেয়েদের নিয়ে অনেক এক্সপেরিমেন্ট বাকি রয়েছে । নায়িকারা মুখ্য ভূমিকাকে নানাভাবে ফুটিয়ে তুলতে পারেন।’
তিনি বলেন, ওটিটি প্ল্যাটফর্মগুলোতে যেভাবে নায়িকারা কাজ করছেন, এখন আর বয়সটা ম্যাটার করে না। একজন মেয়ের বিয়ে হয়ে গেলেই, সন্তান হয়ে গেলেই কেন সে অভিনেত্রী হওয়ার যোগ্য নয়? এটা কিছুটা বদলেছে ওটিটিতে। এটা অবশ্যই বদলানোর দরকার।
You must be logged in to post a comment.