নামের সঙ্গে সিরিয়াল কিসার তকমা ঝেড়ে ফেলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু চাইলেই তো আর সবকিছু মুছে ফেলা যায় না। এই যেমন ‘মার্ডার’ সিনেমায় মল্লিকা শেরওয়াতের সঙ্গে তার চুম্বন দৃশ্যটি আজও চর্চিত হয়।
তবে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান জানিয়েছিলেন, মল্লিকা ভালো কিসার নন। এ কথা শুনে খেপে গিয়েছিলেন অভিনেত্রী। তিনিও জানিয়েছিলেন, ইমরানকে চুমু খাওয়ার চেয়ে সাপকে চুমু খাওয়া ভালো। এরপর থেকেই তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়।
কয়েক মাস আগে এক বিয়ের অনুষ্ঠানে দেখা হয় তাদের। এর মধ্য দিয়ে তাদের ২০ বছরের দূরত্বের অবসান হয়। সম্প্রদি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে মুখ খোলেন ইমরান। সব ভুলে পুনরায় মল্লিকার সঙ্গে অভিনয় করার আগ্রহ প্রকাশ করলেন ইমরান হাশমি। তিনি বলেন— (আমাদের দুজনের সাক্ষাৎ খুবই উষ্ণ এবং সৌহার্দ্যপূর্ণ ছিল। আমি তাকে অনেক দিন পর দেখেছি। আমার মনে হয় মার্ডার মুক্তির পর তার সঙ্গে মাত্র কয়েকবার দেখা হয়েছে। এরপরই তো আসলে আমাদের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ শুরু হয়ে যায়। আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়।)
হাশমি অতীত হাতড়ে নিজেদের ভুল শুধরে বলেন- আমরা তখন তরুণ এবং মূর্খ ছিলাম। জীবনে এমন একটি পর্যায় আসে যখন আপনার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এত সীমিত এবং খুব আবেগপ্রবণ হয়ে পড়েন, যা অনেক পরে টের পাওয়া যায়। তখন কিছু কথা মল্লিকা বলেছিল, কিছু আমি। সেগুলো আসলে খারাপ ছিল। আমি মনে করি, এটি এখন অতীত। আমরা এটিকে অনেক আগেই একপাশে ফেলে দিয়েছিলাম। প্রায় দুই দশক পর তাকে সামনাসামনি দেখে খুব ভালো লেগেছিল।)
এর আগে ২০২১ সালে হাশমির সঙ্গে বিবাদ সম্পর্কে ‘দ্য লাভ লাফ লাইভ’ শোতে কথা বলেছিলেন মল্লিকা। মন্দিরা বেদীর শোতে তিনি তাকে চমৎকার পুরুষ বলে প্রশংসা করেছিলেন। সেই সঙ্গে তাদের দ্বন্দ্ব বা লড়াইকে ‘শিশুসুলভ’ বলে অভিহিত করেছিলেন।
You must be logged in to post a comment.