করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিগ বি। মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে নিজেই টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন অমিতাভ। সম্প্রতি যারা তার সংস্পর্শে এসেছেন তাদেরও কোভিড পরীক্ষার অনুরোধ করেছেন এই বলিউড সুপারস্টার।
৭৯ বছর বয়সী অমিতাভ বচ্চন এ নিয়ে দ্বিতীয়বার করোনাভাইরাসে সংক্রমিত হলেন। প্রথমবার ২০২০ সালে করোনা পজেটিভ আসলে হাসপাতালে ভর্তি হন। সেই সময় তার ছেলে অভিষেক, পুত্রবধূ ঐশ্বরিয়া রায় এবং নাতনি আরাধ্যরও কোভিড আক্রান্ত হয়েছিলেন ।
‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৪ তম সংস্করণের শুটিং করছিলেন অমিতাভ। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য করা না হলেও কেবিসির শুটিং ধাক্কা খেতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।
You must be logged in to post a comment.