বিনোদন ডেস্ক: ২০০ কোটি রুপি অর্থপাচার মামলায় আদালতে হাজিরা দিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ। বুধবার নয়াদিল্লির পাতিয়ালা হাউস আদালতে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় এই বলিউড অভিনেত্রী। আন্তর্জাতিক গণমাধ্যেম ই-টাইমসের এতথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে উঠে এসেছে, এই মামলার মূল আসামী সুকেশ চন্দ্রশেখর ও অর্থপাচারের তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে তদন্ত সংস্থার সামনে একাধিকবার হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) একই মামলায় সুকেশ ও জ্যাকুলিনের বিরুদ্ধে একটি সম্পূরক অভিযোগ দায়ের করবে। মামলার পরবর্তী শুনানি ১৮ই এপ্রিল হবে বলে জানা গেছে।
উল্লেখ্য ২০২১ সালে সুকেশ, তার স্ত্রী লীনাসহ ২৪ জনকে অভিযুক্ত করে একটি চার্জশিট দাখিল করে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। গত বছরের ১৭ই আগস্ট সুকেশের সঙ্গে জ্যাকুলিনকে অভিযুক্ত করে সম্পূরক চার্জশিট দেয় ভারতের অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপর ১৫ই নভেম্বর এই মামলায় জামিন পান অভিনেত্রী।
You must be logged in to post a comment.