জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির উপস্থাপনা ও পরিচালনায় শুরু হচ্ছে তরুণদের নানান ভাবনা নিয়ে অনুষ্ঠান ‘জয়জয়ন্তী’। রয়েছে বাংলাদেশ নিয়ে তরুণদের ভাবনা। বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বছরে তারা কেমন বাংলাদেশ চায়? বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে তরুণদের সম্পৃক্ততা বিভিন্ন বিষয়ে কথা বলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের নানান প্রশ্নের জবাবও দেন আফসানা মিমি। নজরুল সৈয়দের গ্রন্থনায় আফসানা মিমির উপস্থাপনায় ‘জয়জয়ন্ততী’ অনুষ্ঠানটি শুরু হয় ২৭ জানুয়ারি শুক্রবার রাত ৯.৩৫ মিনিটে। এরপর থেকে অনুষ্ঠানটি প্রতি মাসের শেষ শুক্রবার চ্যানেল আইতে প্রচারিত হচ্ছে।
You must be logged in to post a comment.