বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ অপরাহ্ন

আন্দোলনে বিজ্ঞাপন নির্মাতারা, তিন দফা দাবি

বিনোদন প্রতিবেদক / ২০ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১, ২০২৪
আন্দোলনে বিজ্ঞাপন নির্মাতারা, তিন দফা দাবি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

এবার সংস্কারের দাবি তুলেলেন বিজ্ঞাপন নির্মাতারা। দাবি না মানলে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট! তাতে সায় দিয়েছে বিজ্ঞাপন সংশ্লিষ্ট প্রায় সব সংগঠনই। আজ (১ সেপ্টেম্বর) থেকে তিন দফা দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিজ্ঞাপনচিত্র নির্মাতাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যাডফিল্ম অ্যান্ড কনটেন্ট প্রডিউসার্স’র (বিএএসিপি) সদস্যরা।

তাদের তিন দাবি—পূর্বের বকেয়া নিষ্পত্তি, সময়মতো কাজের আদেশ (ওয়ার্ক অর্ডার) দেওয়া এবং ৭৫ শতাংশ অগ্রিম অর্থ প্রদানের পর অবশিষ্ট ২৫ শতাংশ বিলিংয়ের ৪৫ দিনের মধ্যে প্রদান।

বাংলাদেশ যেহেতু সংস্কারের মধ্যদিয়ে যাচ্ছে, তাই বিজ্ঞাপনচিত্র শিল্পকেও সংস্কার করার এটাই উপযুক্ত সময়। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।

বিএএসিপি’র আহ্বায়ক মো. হাবিবুর রহমান তারেকের ভাষ্য, ‘বিজ্ঞাপনী সংস্থাগুলোর সঙ্গে আমরা কয়েক দফা একসঙ্গে বসে আলোচনা করেছি। এরপর ইমেইল করে সংকট নিরসনের আহ্বান জানিয়েছি। কিন্তু কোনও সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছি আমরা।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান