বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ অপরাহ্ন

‘আদিম’ যাচ্ছে বুলগেরিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে

ফোরাম প্রতিবেদক / ৯৭ জন দেখেছেন
আপডেট : মে ৬, ২০২৩
‘আদিম’ যাচ্ছে বুলগেরিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

গণঅর্থায়নে ‘আদিম’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন তরুণ নির্মাতা যুবরাজ শামীম। ইতোমধ্যে বিশ্বের একাধিক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে পুরস্কারও পেয়েছে সিনেমাটি।

এবার আরও একটি সুখবর দিলেন এই নির্মাতা। জানালেন, বুলগেরিয়ার ৩১তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল লাভ ইজ ফোলির ইন্টারন্যাশনাল কমপিটিশন সেকশনে ‘আদিম’ মনোনীত হয়েছে।

এ নিয়ে যুবরাজ শামীম বলেন, ‘উৎসবটি শুরু হবে আগস্টের ২৫ তারিখ। এতে আমিও যাবো। তারা আমন্ত্রণ জানিয়েছে, টিকেটসহ যাবতীয় কিছু উৎসব কৃর্তপক্ষই বহন করবেন।’

এর আগে একাধিক আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে পুরস্কার পেয়েছে ‘আদিম’। এর মধ্যে অন্যতম, নিউইয়র্কে কুইন্স ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে সেরা সিনেমার পুরস্কার। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জিতেছে নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড। সবশেষ গত বছর ডিসেম্বরে নেপাল মানবাধিকার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১০ম আসরে সেরা ফিচার ফিল্মের পুরস্কার জিতে সিনেমাটি।

এছাড়া দিল্লির ‘হ্যাবিটেড আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’সহ বিভিন্ন উৎসবে প্রশংসা কুড়িয়েছে সিনেমাটি।

এদিকে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির জন্য গত বছরের ডিসেম্বরে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। চলতি মাসের ১২ তারিখে সিনেমাটি মুক্তি দেয়ার চিন্তাও করেছিলেন নির্মাতা। তবে তা সম্ভব হচ্ছে না বলে জানালেন।

তিনি বলেন, ‘সিনেমা মুক্তির জন্যে প্রচার-প্রচারণসহ আনুষঙ্গিক যে কাজগুলো, তা এখনও সেরে উঠতে পারেনি। তবে আশা করছি এই মাসের মধ্যে আমরা মুক্তির তারিখ ঘোষণা করতে পারব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান