মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

‘আদিপুরুষ’ ব্যবসায় ধাক্কা? বাড়ি ভাড়া দিলেন প্রভাস

ফোরাম প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : জুন ২২, ২০২৩
‘আদিপুরুষ’ ব্যবসায় ধাক্কা? বাড়ি ভাড়া দিলেন প্রভাস
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বাহুবলি ছবি থেকে শুরু হয় গোটা ভারত জুড়ে প্রভাসের দাপট। দক্ষিণী এই সুপারস্টারকে মন দিয়েছিল হাজার হাজার ভক্তরা। তবে সেই জনপ্রিয়তা যে বাহুবলি ২-কে ঘিরেই কেবল থাকবে, তা অনেকেই হয়তো বুঝতে পারেননি। এরপর মুক্তি পায় প্রভাসের ছবি সাহো। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তিনি এই ছবিতেও। তারপরই কি পতন প্রভাসে, শেষ জনপ্রিয়তা, না, ঠিক শেষ হয়ে যাওয়া নয়, এখনও অনেকটা পথ চলা বাকি রয়েছে প্রভাসের। কিন্তু প্রভাসের ভাগ্য যেন কিছুতেই ফিরছে না। শুরু হয়েছে রাধে শ্যাম ছবি থেকে। রাধে শ্যাম ছবি রাতারাতি ফ্লপ হয়েছিল বক্স অফিসে। তারপর অনেক যত্নে তৈরি করা হয়েছিল ছবি আদিপুরুষ। চলছে প্রজেক্ট কে ছবির শুটও। তারই আগে এত রকমভাবে কটাক্ষের শিকার হতে হল আদিপুরুষ টিমকে, যে তা নিয়ে বেজায় চিন্তার ভাঁজ সকলের কপালে।

প্রভাসের জনপ্রিয়তার দিকে নজর রেখেই রাতারাতি বেড়ে গিয়েছিল তাঁর পারিশ্রমিক। মোট ১০০ কোটি টাকা নাকি একটি ছবি করতে নিচ্ছেন তিনি, এই খবর প্রথম প্রভাসের ক্ষেত্রেই প্রকাশ্যে আসে। তবে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি, এই পরিমাণ পারিশ্রমিক ইন্ডাস্ট্রির অনেকেই নিতে শুরু করেন। তবে ৫০০ থেকে ৬০০ কোটি টাকা বাজেটের ছবি আদিপুরুষ কি পারবে ব্যয়ের টাকাটুকু ঘরে তুলতে?

যেভাবে পড়ছে বক্স অফিসে আয়ের অঙ্ক, তা নিয়ে বেজায় অস্বস্তিতে অনেকেি। ১০০ কোটি দিনে আয় করা ছবি পঞ্চম দিনে পকেটে এনেছে মাত্র ১০ কোটি টাকা। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই খবর, এবার কি তবে এই সমস্যার জেরেই নিজের বাড়ি ভাড়া দিলেন প্রভাস? না, এমনটা মোটেও নয়। তবে বাড়ি ভাড়া দিয়েছেন ঠিকই, সেটা ইতালিতে। প্রভাসের একটি বাড়ি রয়েছে ইতালিতে। শহরের মাঝে থাকা এই বাড়িটিকে এখন তিনি পর্যটকদের জন্য ভাড়ায় দিয়েছে। যার জন্য মাসে ভাড়া বাবদ পেয়ে থাকেন ৪০ লাখ টাকা। বেশ কিছু মাস আগেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। ফলে ইতালি ঘুরতে গেলে, অনেকেই হয়তো চাইলেন রাত কাটাতে পারেন সুপারস্টারের বাড়িতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান