মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ পূর্বাহ্ন

আদালতের সম্মতিতে প্রাক্তন স্বামীর সঙ্গেই ঘর বাঁধলেন প্রিয়াঙ্কা

ফোরাম প্রতিবেদক / ১০৫ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ৩, ২০২৩
আদালতের সম্মতিতে প্রাক্তন স্বামীর সঙ্গেই ঘর বাঁধলেন প্রিয়াঙ্কা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

একটা সময় টলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন রাহুল প্রিয়াঙ্কা। বেঁধেছিলেন ঘর। এসেছে তাদের ভালোবাসার সম্পদ একমাত্র সন্তান সহজ। এরপর নানা কারণে ছেদ ও বিচ্ছেদ তাদের। তবে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকারের গল্পটা আসলে অন্যরকমই। আবার ঘর বাঁধলেন তারা।

বহু বছরের টানাপোড়েনের পর ২০২৩ থেকেই তাঁদের সম্পর্কের রসায়ন আবারও বদলাতে শুরু করে। দোলের সময় থেকে উন্নত হতে থাকে তাঁদের সম্পর্ক। ছেলে সহজ বড় হচ্ছে। তার জন্যই নিজেদের সম্পর্ক ঠিক করে তুলেছেন। মাঝে যদিও আইনি কাঁটা ছিল। এবার সেটাও দূর হল। তাঁদের সম্পর্কের দ্বিতীয় ইনিংসে মিলল আদালতের সম্মতি।

এই বিষয়ে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘আমরা একসঙ্গে সংসার করছি। প্রিয়াঙ্কার বিল্ডিংয়ে একটা ফ্ল্যাট কিনেছি আমি। আইনি জটিলতা ছিল এতদিন। এবার সেটা মিটমাট হলো। তবে আমরা একসঙ্গে অনেক দিন ধরেই থাকছি। আমরা স্বামী স্ত্রী ছিলাম, এখনও সেটাই আছি।’

২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই মামলা চলে। শেষ পর্যন্ত রাহুল ও প্রিয়াঙ্কা দুজনেই এই সমস্যা মিটমাট করে নেবেন বলেই ঠিক করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান