১৯৯১ সালে ‘হিনা’ ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছিলেন। ঋষি কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন জেবা বখতিয়ার। তারপর হঠাৎ কোথায় চলে গেলেন নায়িকা? আর দেখা যায় না কেন?
১৯৯৩ সালে সঙ্গীতশিল্পী আদনান সামিকে বিয়ে করেন জেবা। ছেলে আজানের জন্মের পরপরই অভিনয় ছেড়ে দেন নায়িকা। ১৯৯৭ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। পরবর্তীকালে প্রযোজনায় পা রাখেন তিনি।
তাঁদের ছেলের দায়িত্ব কে পাবে, তা নিয়ে ১৮ মাসব্যাপী আইনি লড়াই চলেছিল। তাঁর জীবন অন্ধকারাচ্ছন্ন করে তুলেছিল সেই লড়াই। বিভীষিকা যেন।
জেবা জানান, তাঁর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল সেই সময়ে। কিন্তু লড়াই চালিয়ে গিয়েছেন কেবল ছেলেকে পাওয়ার জন্য। একইসঙ্গে ছেলে এবং তাঁর খরচ চালানোর জন্য রোজগারে নামতে হয়েছিল।
এমনকি একটি শো শুরু করেন তিনি। যা লন্ডনে শ্যুট হয়েছিল একটানা। ফলে প্রাক্তন স্বামীর সঙ্গে সম্পর্ক একেবারে তিক্ততায় পূর্ণ হয়ে যায়।
পাকিস্তানে জন্ম আদনানের। কিন্তু ২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব পান সঙ্গীতশিল্পী। তা নিয়ে প্রবল কটূক্তি শুনতে হয়েছে আদনানকে। এই কারণে বারবার শিরোনাম দখল করেছেন তিনি।
তা ছাড়া ওজন কমিয়ে ফেলার পর অনেকেই নতুন আদনানকে চিনতে পারেননি। অথবা কেউ কেউ চমকে উঠেছেন। এক সময়ে যার ওজন ছিল ২২০ কেজি। তিনি যেন এখন ছিপছিপে চেহারার যুবক। ওজন মাত্র ৬৫ কেজি।
You must be logged in to post a comment.