বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

আত্মহত্যা করতে গিয়েও ফিরে এসেছিলেন সেলেনা গোমেজ

ফোরাম প্রতিবেদক / ৯৬ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ৬, ২০২২
আত্মহত্যা করতে গিয়েও ফিরে এসেছিলেন সেলেনা গোমেজ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বিশ্বের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী সেলেনা গোমেজ। ৪ নভেম্বর অ্যাপল টিভি প্লাসে মুক্তি পেয়েছে তার ওপর নির্মাণ করা তথ্যচিত্র ‘মাই মাইন্ড অ্যান্ড মি’। সেখানে তার জীবনের নানা ধরণের চড়াই উৎরাই তুলে ধরা হয়েছে।

কিডনিজনিত সমস্যার কারণে প্রতিস্থাপন করতে হয়েছিল তার কিডনি। এ সময় শারীরিক সমস্যার পাশাপাশি বিভিন্ন ধরণের মানসিক সমস্যার ভিতর দিয়েও যাচ্ছিলেন। যার কারণে আত্মহত্যাও করতে চেয়েছিলেন তিনি।

স্ত্রীর সঙ্গে প্রাক্তনের ‘বিশেষ বন্ধুত্ব’ মেনে নেবেন না জাস্টিন!

তথ্যচিত্রে তিনি আরও জানান, মানসিক সমস্যা কাটিয়ে উঠতে তার বন্ধুরাও তাকে বিভিন্ন ভাবে সাহায্য করতে চেষ্টা করেছেন। তবে তিনি তার মনের ভিতর ঠিক কি চলছে তা কাউকে বলেননি। এই মানসিক সমস্যা কাটিয়ে উঠতে অনেকবার পুনর্বাসন কেন্দ্রে যেতেও হয়েছিল তাকে।

তথ্যচিত্রে তিনি আরও জানান, ‘মাঝেমাঝে টানা কয়েক সপ্তাহ আমি বিছানায় কাটিয়েছি, তখন সিঁড়ি দিয়ে নামলে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, আত্মহত্যাও করতে গিয়েও ফিরে এসেছিলাম। তবে সেসব কঠিন সময় কাটিয়ে উঠতে পেরেছি।’

সামান্থার পর বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান

সেলেনা ২০১৮ সালে বাইপোলার নামক বিরল রোগে আক্রান্ত হন। কঠিন সেই সময়ের স্মৃতিচারণ কওে তিনি বলেন, ‘আমাকে বিভিন্ন সময়ে চারটি চিকিৎসাকেন্দ্রে যেতে হয়েছে সুস্থ হওয়ার জন্য। যখন বয়স ২০ বছর হলো আমার শারীরিক অবস্থার আরও বেশি অবনতি হতে থাকল। আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করলাম। এই অবস্থা থেকে কিভাবে বের হব সেটাই বুঝতে পারতাম না।’

আরেক পপতারকা জাস্টিন বিবারের সাথে সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেছেন সেলেনা গোমেজ। জাস্টিনের সাথে তার প্রেমের শুরু হয় ২০১১ সালে। আর সেই সম্পর্ক ভাঙ্গে ২০১৮ সালে। তারপর বিবারের বাগদান হয় হেইলি ব্লন্ডউইনের সাথে। জাস্টিন বিবারের সঙ্গে সাত বছরের প্রেম নিয়ে সেলেনা বলেন, ‘ওর সঙ্গে বিচ্ছেদ আমার জীবনের অন্যতম সেরা ঘটনা। এটা আসলে হওয়ারই ছিল। যা হয়েছে তা আমার জন্য ভালোই হয়েছে।’

তথ্যচিত্রটি মুক্তির পরপরই তা নেট দুনিয়ায় সেলেনার ভক্তদের অনেক প্রসংসা কুড়িয়েছে। এমনকি অনেক তারকারাও করেছেন এই পপ গায়িকার প্রশংসা। সঙ্গীত শিল্পী টেইলর সুইফট বলেছেন, ‘তোমার জন্য গর্বিত, সবসময় তোমাকে ভালোবাসি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান