শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৮:৫১ অপরাহ্ন

আত্মগোপনে এক ডজনেরও বেশি তারকাশিল্পী

বিনোদন প্রতিবেদক / ২৮ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১১, ২০২৪
আত্মগোপনে এক ডজনেরও বেশি তারকাশিল্পী
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তার অনুসারীরা গা-ঢাকা দিয়েছেন। এতদিন যেসব শোবিজ তারকা নানাভাবে সুবিধা আদায় করেছেন, তারাও লাপাত্তা। কোথাও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

চিত্রনায়ক ফেরদৌস সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিতে দেখা যায় তাকে। এমনকি শিল্পীদের সরকারের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানান। আন্দোলন চলাকালীন বিটিভি পরিদর্শনে গিয়েও সমালোচিত হন এ অভিনেতা। তবে সরকার পতনের পর থেকেই ফেরদৌসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘনিষ্ঠজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশেই আত্মগোপনে আছেন তিনি।

একসময়ের বেশ জনপ্রিয় নায়ক ছিলেন রিয়াজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পক্ষে থাকতে শিল্পীদের আহ্বান জানান। আওয়ামী রাজনীতিতেই বিশ্বাসী ছিলেন। হাসিনার দেশ ত্যাগের পর থেকেই তিনিও আত্মগোপনে রয়েছেন। সূত্রের তথ্যমতে, এখনো দেশেই আছেন এ অভিনেতা।

আওয়ামী শাসনকালে শেখ হাসিনার আস্থাভাজন এবং জাতীয় সংসদ ও দলীয় অনুষ্ঠানগুলোতে চটকদার গান গেয়ে বহুল আলোচিত হন কণ্ঠশিল্পী মমতাজ। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে, জনরোষ থেকে বাঁচতে ইতোমধ্যে দেশত্যাগ করেছেন তিনি। আবার বলা হচ্ছে, বিদেশ পালাতে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপন করেছেন। তবে বিদেশ পাড়ি দেয়ার চেষ্টায় রয়েছেন।

গত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে নৌকার টিকিট পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে কুপোকাত হন মমতাজ। তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, আত্তীকরণ ও পদবাণিজ্য, বিতর্কিত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে।

অভিনেত্রী শমী কায়সার অবশ্য এখন অভিনয়ে নেই। ব্যবসা ও রাজনীতি নিয়েই ব্যস্ত ছিলেন গত কয়েক বছর। আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। বিটিভি পোড়ানোর ঘটনার পর পরিদর্শন দলে তিনি ছিলেন একজন। মায়াকান্না করেছেন সরকারি টিভি চ্যানেলটির জন্য। দেশের ক্রান্তিকালেও গেয়েছেন সরকারের গুণগান। শেখ হাসিনার পলায়নের পর তাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ছাড়া সরকার পতনের পর থেকেই খোঁজ নেই আওয়ামী সরকারের তোষামোদী করা আরও ডজনখানেক শিল্পীর। অনেকেই গা ঢাকা দিয়েছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আগস্টের প্রথম দিন বাংলাদেশ টেলিভিশন প্রাঙ্গণে হাজির হয়েছিলেন সংস্কৃতি অঙ্গনের একঝাঁক তারকা। গুণগান গেয়েছেন সরকারের উন্নয়নের। শিক্ষার্থীসহ শতাধিক সাধারণ মানুষের মৃত্যুকে শোক না জানিয়ে তারা কান্না করেছেন বিটিভির পোড়া ইট-পাথরের জন্য, মেট্রোরেলের জন্য। প্রকাশ্যে ও গোপনে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান