২০২০ সালের জুনে বান্দ্রার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত মরদেহ। তার মৃত্যুর আড়াই বছর কেটে গেলেও ফাঁকা পড়েছিল তার ফ্ল্যাট। ভাড়াটেও পাওয়া যাচ্ছিল না এবং বিক্রি করা যাচ্ছিল না এই ফ্ল্যাট।
তবে আড়াই বছর পর অবশেষে ভাড়া হয়েছে সুশান্তের সেই বাসা। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া গেছে এ তথ্য।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এক প্রবাসী সুশান্তের ওই ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। প্রতি মাসে ভাড়া বাবদ তিনি সুশান্তের পরিবারকে দেবেন ৫ লক্ষ টাকা। প্রায় ৩০ লক্ষ টাকা ডিপোজিট জমা রাখছেন তিনি।
সুশান্তের ওই ফ্ল্যাটে রয়েছে, চারটি শোয়ার ঘর, সঙ্গে লাগোয়া বাথরুম, রান্নাঘর। বান্ধবী রিয়া চক্রবর্তীকে বিয়ে করে ওই ফ্ল্যাটেই সংসার পাতার কথা ছিল বলিউড অভিনেতার। তবে তার আগেই পৃথিবী থেকে বিদায় নেন তিনি।
You must be logged in to post a comment.