বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

আট বছর পর ক্যামেরার সামনে শাবনূর

বিনোদন প্রতিবেদক / ৯৪ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ১১, ২০২৪
আট বছর পর ক্যামেরার সামনে শাবনূর
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দীর্ঘ বিরতি শেষে আবারও বড় পর্দায় ফিরছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনূর। রঙ্গনা নামের একটি সিনেমা দিয়ে আট বছর পর ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। শিগগিরই মুক্তি পাবে রঙ্গনা সিনেমাটি। গত শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় রঙ্গনা সিনেমার মহরত। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পর্দায় ফেরা ও কাজ নিয়ে কথা বলেন তিনি।

দীর্ঘদিনের বিরতি কাটিয়ে নিজ ভুবনে ফেরা প্রসঙ্গে শাবনূর জানান, আসলে শিল্পীদের কামব্যাক বলতে কোনো কিছু নেই। এরপরই কাজে ফেরার ব্যাপারে তিনি বলেন, ‘রঙ্গনা’ সিনেমার জন্যই আমার দেশে আসা। এই সিনেমার গল্প ও গান খুব টেনে এনেছে আমাকে। এতে দর্শকরা ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখতে পাবেন আমাকে। আপাতত গল্প বা এর বেশি বলা যাবে না। তবে সময় উপযোগী একটি গল্প।

অভিনেত্রী বলেন, ১০ বছর আগে আমাদের সিনেমার যে ধরনের দর্শক ছিলেন, এখন কিন্তু তা নেই। এখন আরেক ধরনের দর্শক। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখে তৈরি হয়েছে ‘রঙ্গনা’র গল্পটি। এসময়ের দর্শকরা এ ধরনের গল্পই পছন্দ করেন। ক্যামেরার সামনে আসতে খুব বেশিদিন লাগবে না। এখন এর জন্যই প্রস্তুতি নিচ্ছি।

নায়িকা বলেন, আমাকে অনেকেই বলেছেন―এতদিন পর এসে কী করবে তুমি? এছাড়া সিনেমাটি ঘিরে অনেক তর্ক-বিতর্ক হয়েছে। আমি অবশ্য শুরুতেই আরাফাতকে বলেছি, কর্ম করলে কেষ্ট মিলে। ভালো কিছু করতে গেলে ঘাত-প্রতিঘাত কিছু থাকবেই। এসব নিয়েই চলতে হয়। কাজটি মনোযোগ দিয়ে করে প্রমাণ করতে হবে নিজেকে।

এছাড়া কামব্যাক নিয়ে শাবনূর বলেন, এখানেই থেমে থাকব না। পরপর কাজ করব আমি। চেষ্টা করব একটির পর আরেকটি কাজ করার। একটি কথা বলতে চাই, কামব্যাক বলতে কিছু নেই। শিল্পীদের কখনো মরণ হয় না। শিল্পীরা আজীবন কাজের মাধ্যমে বেঁচে থাকে। এজন্য আমি আমার এই ফেরাকে কামব্যাক বলতে চাই না।

প্রসঙ্গত, ‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গীতিকার কবির বকুলের লেখায় গানগুলোয় সুর-কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। ইতোমধ্যে গানগুলোর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এছাড়া ‘রঙ্গনা’র কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির। শিগগিরই শুটিং শুরু হবে। আসন্ন দুই ঈদের এক ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

এদিকে শাবনূরকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকে আরও একটি নতুন সিনেমার ঘোষণা দেয়া হয়। সিনেমাটির নাম ‘এখনো ভালোবাসি’। এটি হতে যাচ্ছে আরাফাতের ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা। যেটি প্রযোজনায় আছেন মৌসুমী আক্তার মিথিলা। ‘রঙ্গনা’র পর ‘এখনো ভালোবাসি’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান