বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

‘আজমির ৯২’ নিষিদ্ধের দাবি মুসলিম সংগঠনের

ফোরাম প্রতিবেদক / ১৩১ জন দেখেছেন
আপডেট : জুন ৬, ২০২৩
‘আজমির ৯২’ নিষিদ্ধের দাবি মুসলিম সংগঠনের
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউডে ‘কাশ্মীর ফাইলস’ও ‘কেরালা স্টোরি’র পর এবার মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আজমির ৯২’নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। এরইমধ্যে সিনেমা নিষিদ্ধ করতে আহ্বান জানিয়েছে ভারতের মুসলিম সংগঠন জামিয়াত উলামা-ই-হিন্দ। সংগঠনের সভাপতি মাওলানা মেহমুদ মাদানি জানিয়েছেন, এই সিনেমা মুক্তি পেলে সামাজিক অবক্ষয় ঘটবে।

মেহমুদ মাদানির দাবি, নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে ‘আজমির ৯২’ সিনেমা। শুধু তাই নয় এই ছবি আজমির শরিফ দরগার অসম্মান করে বলে মন্তব্য করেছেন তিনি। তাই ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এই সিনেমা নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে মুসলিম সংগঠনটি। সেইসঙ্গে ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে যারা সমাজে বিভেদ তৈরি করছেন, তাদের দমাতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনের সভাপতি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নব্বইয়ের দশকের শুরুর দিকে রাজস্থানে একটি গ্যাং সক্রিয় ছিল। যারা স্কুলছাত্রী, কলেজছাত্রী ও তরুণীদের কৌশলে গণধর্ষণ করত। ব্যক্তিগত ছবি তুলে ব্ল্যাকমেল করা হত। সেই ছবি প্রিন্ট করা এবং ছড়িয়ে দিত ওই গ্যাং। এরপর ছবি দেখিয়ে ধর্ষণ করা হত তাদের।

এই ঘটনায় ফারুক চিস্তি এবং নাফিস চিস্তি নামের দুই মুসলিম যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। যাদের সঙ্গে আজমির শরিফ দরগার যোগ ছিল বলে সেই সময়ের একাধিক গণমাধ্যমে দাবি করা হয়। পরবর্তীতে ওই ঘটনা সামনে আসে এবং আজমিরে সাম্প্রদায়িক উত্তেজনা দেখা দেয়।

‘আজমির ৯২’ সিনেমার পরিচালক পুষ্পেন্দ্র সিং। এই ছবিতে অভিনয় করেছেন করন ভার্মা, সায়াজি শিন্ডে, মনোজ যোশী এবং রাজেশ শর্মার মতো অভিনয় শিল্পীরা। ছবিটি প্রেক্ষিগৃহে মুক্তি পাওয়ার কথা আগামী ১৪ জুলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান