মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

আচমকাই সিরিয়াল ছাড়লেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য!

বিনোদন ডেস্ক / ৩৯ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১২, ২০২৪
আচমকাই সিরিয়াল ছাড়লেন অভিনেত্রী রোশনি ভট্টাচার্য!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

যত দিন বাড়ে, সন্ধ্যা নামে ভারতীয় বাংলা সিরিয়ালের প্রতি দর্শকদের আগ্রহও বাড়তে থাকে। টিভির সামনে বসে প্রিয় ধারাবাহিক দেখা একরকম আকর্ষণ যা বহু মানুষকে টানে। জি বাংলার বিভিন্ন ধারাবাহিক সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়। এরমধ্যে একটি জনপ্রিয় ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’তে আসছে কিছু পরিবর্তন। এই ধারাবাহিকে এখন আর দেখা যাবে না রোশনি ভট্টাচার্যকে।

তাহলে কি অহনা চরিত্রে নতুন কেউ আসছে? হ্যাঁ, রোশনি ভট্টাচার্যের জায়গায় এখন থেকে এই চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মানসী সেনগুপ্তকে। কিন্তু এই পরিবর্তনের কারণ কী? কেন হঠাৎ ধারাবাহিক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন রোশনি? এক সাক্ষাৎকারে নিজেই সেই কারণ প্রকাশ করলেন তিনি।

জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিকটি অনেকদিন ধরেই দর্শকদের মন জয় করে আসছে। অনিকেত ও শ্যামলীর জীবনে তৃতীয় ব্যক্তি হিসেবে অহনা চরিত্রে প্রবেশ করেন রোশনি, যা টিআরপি বাড়াতে সহায়ক হয়েছিল। অনিকেতের প্রাক্তন প্রেমিকার চরিত্রে অভিনয় করছিলেন তিনি, এবং তার উপস্থিতিতে ধারাবাহিকের গল্প অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। তবে বেশ কিছুদিন ধরে অহনাকে আর দেখা যাচ্ছিল না, এবং ধারাবাহিকে আবার ফিরে আসলেও রোশনি এবার বিদায় নিয়েছেন।

রোশনির অনুপস্থিতিতে অহনা চরিত্রে এখন মানসী সেনগুপ্ত অভিনয় করছেন। ধারাবাহিক থেকে হঠাৎ সরে আসার কারণ হিসেবে রোশনি জানিয়েছেন, বর্তমানে তিনি সান বাংলার ‘আকাশ কুসুম’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। দুটি ধারাবাহিকের শুটিং শিডিউল মেলানো সম্ভব হচ্ছিল না এবং শুটিংয়ের জায়গার দূরত্বও ছিল সমস্যার। এ কারণেই ধারাবাহিকটি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। তবে শীঘ্রই নতুন প্রজেক্ট নিয়ে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।

‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক ছিলেন, তাদের কাছে অহনা চরিত্রে রোশনিকে না দেখাটা হতাশাজনক। অহনা চরিত্রটি হয়ত অনেকের কাছে বিরক্তিকর মনে হয়েছিল, তবে রোশনি এই চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান