রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

আচমকাই কারিনার নাম মুছলেন সাইফ!

বিনোদন ডেস্ক / ৩২ জন দেখেছেন
আপডেট : মে ১৫, ২০২৪
আচমকাই কারিনার নাম মুছলেন সাইফ!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নিজের হাত থেকে কারিনার নাম লেখা ট্যাটু মুছে ফেললেন সাইফ আলি খান। এই প্রশ্নে তোলপাড় সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা। সম্পর্কের শুরুর দিকে সাইফ তাঁর বাঁ হাতে কারিনার নাম লেখা ট্যাটু করিয়েছিলেন।

কিন্তু সম্প্রতি সাইফের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আসতেই দেখা গিয়েছে সেই ট্যাটু উধাও। পুরাতন সেই ট্যাটুর পরিবর্তে জায়গা করে নিয়েছে নতুন আরেকটি ট্যাটু। কারিনার নাম সরিয়ে নতুন নকশা করা হয়েছে, না কি নামের উপরেই নতুন ডিজাইন করে তা ঢেকে দেওয়া হয়েছে, তা বিস্তারিত জানা যায়নি এখনও, তবে সাইফের নতুন ট্যাটু দেখা মাত্রই উদ্বেগ প্রকাশ করেছেন একাংশ।

বিশেষত অনুরাগীদের আশঙ্কা, তা হলে কি দাম্পত্যে ফাটল দেখা গিয়েছে? তাঁদের অনুমান, পারস্পরিক বোঝাপড়ার সমস্যার জেরেই কারিনার ট্যাটু সরিয়ে ফেলেছেন সাইফ। কিন্তু কয়েক দিন আগেও জুটির ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ্যে এসেছিল। নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার আগে চুম্বনের ভিডিও প্রশংসা কুড়িয়েছিল।

দাম্পত্যের ১১ বছর পার, তবুও সম্পর্কে উষ্ণতা কমেনি এতটুকু। তা হলে হঠাৎ কী এমন ঘটল? সূত্রের খবর, বর্তমানে সাইফের একটি ছবির শুটিং চলছে। ছবিতে সাইফ অভিনীত চরিত্রের এই বিশেষ ট্যাটু রয়েছে। স্পষ্টতই, শুধু মাত্র চরিত্রের প্রয়োজনেই এই ট্যাটু করিয়েছেন এই বলিউড অভিনেতা।

জানা গেছে, সাইফের হাতে কারিনার নাম লেখা ট্যাটু রয়েছে যথাস্থানে। কারিনার নামের উপরেই এই সাময়িক ট্যাটু করা হয়েছে। শুটিং শেষ হলে নতুন ট্যাটু মুছে ফেলা হবে এবং পুনরায় কারিনার নাম লেখা ট্যাটুর দেখা মিলবে সাইফের হাতে। বলা বাহুল্য, সাইফ-কারিনার দাম্পত্য আজও অটুট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান