সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি মজার ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে সালমান খানকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করেছেন সারা আলি খান। সারার এই ডাক শুনে সালমানও দিয়েছেন চমকে যাওয়ার মতো উত্তর।
এবছরের আইফা অ্যাওয়ার্ডে উপস্থাপনার দায়িত্বে ছিলেন সালমান। সেই মঞ্চে উঠেছিলেন সারা আলি খানও। মঞ্চে সারা বলেন, তিনি একটি ব্র্যান্ড লঞ্চ করতে চান। এরপরেই তিনি বলেন, ‘সালমান আঙ্কেল’-এর সঙ্গে একটি ব্র্যান্ড লঞ্চ করতে চান। এই কথা শুনে রসিকতা করে সালমান বলেন, ‘তোমার ছবি গেল!’ অর্থাৎ, ‘আঙ্কেল’ ডাকায় সালমানের নায়িকা হওয়ার সুযোগ হারালেন সারা।
এই মজার ঘটনার পর মঞ্চে ‘জুড়ুয়া’ ছবির ‘টন টনা টন’ গানে নেচেছেন সালমান খান ও সারা আলি খান।
সালমান-সারার এই রসায়নে মুগ্ধ নেটপাড়া। ভিডিওর কমেন্ট বক্স ভরে উঠেছে মজার সব কমেন্টে। সূত্র: বলিউড লাইফ
https://www.instagram.com/p/CfL80-VDRpz/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
You must be logged in to post a comment.