ভারতের কলকাতায় রিয়েলিটি শো ‘দাদাগিরি’, ‘দিদি নাম্বার ওয়ান’, ‘সারেগামাপা’র শুটিং স্টুডিওতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে রাজারহাটের ডিআরআর স্টুডিওতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্কের সৃষ্টি হয়। স্টুডিওতে থাকা লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে।
প্রাথমিকভাবে কয়েকজন পাশের পুকুরে থাকা পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তবে অভিযোগ উঠেছে, দমকল আসতে বেশ দেরি হয়েছে। ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন যখন এসে পৌঁছায় ততক্ষণে দুটি মেকআপ ভ্যান পুড়ে ছাই হয়ে গিয়েছে।
পশ্চিমবঙ্গের গণমাধ্যমগুলো জানিয়েছে, প্রথমে স্টুডিওর মধ্যে দাঁড়িয়ে থাকা একটি মেকআপ ভ্যানে আগুন লাগে। সেই আগুন পাশের মেকআপ ভ্যানটিতেও ছড়িয়ে পড়ে। পাশে থাকা একটা টিনের শেডেও আগুন লেগে যায়। মেকআপ ভ্যানের এসি থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
এদিকে সোমবারই ডিআরআর স্টুডিওতে নতুন রিয়েলিটি শো ‘সারেগামাপা লেজেন্ডস’-এর শুটিং হওয়ার কথা ছিল। যেখানে সঞ্চালকের ভূমিকায় রয়েছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
You must be logged in to post a comment.