তিন বছর আগে বিপুল জনপ্রিয়তা পাওয়া ‘জোকার’ সিনেমার সিকুয়েল আসছে। ছবির নাম ‘জোকার: ফোলি এ ডিউক্স’। আগামী মাস থেকে লস অ্যাঞ্জেলসে শুরু হবে ছবির শুটিং।
সিনেমার সিনেমাটোগ্রাফির লরেন্স শের জানিয়েছেন আগামী ৫-৬ সপ্তাহের মধ্যে শুরু হবে ‘জোকার: ফোলি এ ডিউক্স’র শুটিং। লস অ্যাঞ্জেলসে হবে ছবির শুটিং।
‘জোকার: ফোলি এ ডিউক্স’-এ জোয়াকিন ফিনিক্সের বিপরীতে এবার স্ক্রিন শেয়ার দেখা যাবে পপস্টার লেডি গাগাকে। সাইকিয়ার্টিস্ট হার্লি কুইন চরিত্রে অভিনয় করবেন তিনি। একটি মেন্টাল ইন্সটিটিউশনে জোকারের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে তাঁর।সেখান থেকেই হার্লি জোকারের ক্রাইম পার্টনার হয়ে যাবেন।
২০১৯ সালে হলিউডে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জোকার’ বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল। ছবিটি বিশ্বব্যাপী ১ বিলিয়ন ডলার আয় করে ইতিহাসের সর্বোচ্চ আয়কারী আর রেটেড সিনেমা হয়ে উঠেছে। আর্থার ফ্লেক চরিত্রে অভিনয়ের জন্য ফিনিক্স সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতে নেন।
২০২৪ সালের ৪ অক্টোবর রিলিজ করবে ‘জোকার: ফোলি এ ডিউক্স’। সূত্র: কলিডার
You must be logged in to post a comment.