শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

আগামী মাসেই শেষ খড়কুটো!

ফোরাম প্রতিবেদক / ৩১৩ জন দেখেছেন
আপডেট : জুলাই ৩১, ২০২২
আগামী মাসেই শেষ খড়কুটো!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দেখতে দেখতে দু বছর হতে চলল ‘খড়কুটো’র। সিরিয়াল প্রেমী বাঙালির কাছে নতুন করে এই সিরিয়ালের পরিচয় না দিলেও চলবে। স্টার জলসার এক সময়কার স্টার ছিল খড়কুটো। টানা শীর্ষস্থান দখল করে অন‍্য সিরিয়ালগুলিকে চাপে ফেলে দিয়েছিল গুনগুন সৌজন‍্য। রাতারাতি দর্শকদের প্রিয় হয়ে উঠেছিল এই জুটি।

অনেকদিন পর্যন্ত সাপ্তাহিক টিআরপি তালিকার সেরা দশের মধ‍্যে ছিল খড়কুটো। কিন্তু নিত‍্য নতুন সিরিয়ালের চাপে ধীরে ধীরে কমতে থাকে টিআরপি। এক সময়কার বাংলা সেরা সিরিয়ালের জায়গা হয় প্রাইম টাইম ছেড়ে দুপুরের স্লটে। টিআরপি কমতে কমতে প্রতিযোগিতা থেকেই ছিটকে যায় খড়কুটো।

বেশ অনেকদিন দিন ধরেই খড়কুটো শেষ হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু সিরিয়াল নির্মাতা বা চ‍্যানেল কর্তৃপক্ষের তরফে কিছুই জানা যায়নি। তবে এবার গুঞ্জন তীব্র হয়েছে, আগামী মাসেই শেষ হয়ে যাবে গুনগুন সৌজন‍্যর প্রেমকাহিনি। সম্ভাব‍্য তারিখও প্রকাশ‍্যে এসেছে। আগামী ৫ ই অগাস্টই নাকি শেষ হয়ে যাবে একসময়কার এই জনপ্রিয় সিরিয়াল।

আপাতত খড়কুটো পরিবার ব‍্যস্ত সাজির বিয়ে নিয়ে। সংবাদ মাধ‍্যমের তরফে অভিনেত্রী সোনাল মিশ্রের সঙ্গে যোগাযোগ করা হয় খড়কুটো শেষের গুঞ্জনের ব‍্যাপারে। তিনি জানান, সিরিয়াল শেষের কথা এখনো আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়নি। তবে সব সিরিয়ালই তো কখনো না কখনো শেষ হয়। খড়কুটোও তার ব‍্যতিক্রম নয়।

উল্লেখ‍্য, ২০২০ সালের অগাস্টেই পথচলা শুরু করেছিল খড়কুটো। গুঞ্জন সত‍্যি হলে দু বছর পূর্তির দিন কয়েক আগেই শেষ হয়ে যাবে সিরিয়াল। গুনগুনের ড‍্যাডি অভিষেক চট্টোপাধ‍্যায়ের মৃত‍্যুর পর আরো মুষড়ে পড়েছিল টিম। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষনা না হলেও ‘সৌগুন’ ভক্তদের মন এখন থেকেই খারাপ হয়ে গিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান