আগামীকাল শুক্রবার দেশ ও দেশের বাইরে একইসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে সাইবার ক্রাইম অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’। কানাডা ও যুক্তরাষ্ট্রের ১৫০টি বিখ্যাত থিয়েটারে প্রদর্শিত হবে ‘অন্তর্জাল’। এটি ঢালিউডের সিনেমার ক্ষেত্রে অনন্য এক রেকর্ড, কারণ মুক্তির সময় দেশের চেয়ে বিদেশের মাটিতে এর প্রেক্ষাগৃহের সংখ্যা বেশি।
‘অন্তর্জাল’ সিনেমাটি নির্মাণ করেছেন ‘ঢাকা অ্যাটাক’ ও ‘অপারেশন সুন্দরবন’ খ্যাত পরিচালক দীপংকর দীপন। সাইবার সিকিউরিটি, হ্যাকিং, সোশাল মিডিয়ার নানা জটিলতা ও ঝুঁকিসহ আধুনিক তথ্য-প্রযুক্তির যুগের নানা আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত এই সিনেমা ।
সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল, এবিএম সুমন, রওনক হাসান, প্রমুখ ।
এই সিনেমাটি ঈদুল আজহায় মুক্তির কথা ছিল। সে সময় টিজার, গান, সংবাদ সম্মেলনসহ সব ধরনের প্রচারণা শেষ করলেও ঈদে আর মুক্তি পায়নি সিনেমাটি।
গল্প লিখেছেন দীপঙ্কর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
You must be logged in to post a comment.