সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

‘আওয়াজ উডা’ গানের হান্নানকে গ্রেপ্তারে আন্তর্জাতিক সংগঠনের নিন্দা

বিনোদন ডেস্ক / ৪০ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৩, ২০২৪
‘আওয়াজ উডা’ গানের হান্নানকে গ্রেপ্তারে আন্তর্জাতিক সংগঠনের নিন্দা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

নিউইয়র্কভিত্তিক সংগঠন আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন (এআরসি) কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘আওয়াজ উডা’ গেয়ে আলোচিত তরুণ র‍্যাপার হান্নানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে।

এই গানের জন্যই গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ।

গত ১৮ জুলাই গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনও সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর ওপর আলোকপাত করতে চাই’

হান্নানকে গ্রেপ্তারের ঘটনায় ঢাকার নির্মাতা, সংগীতশিল্পী, অভিনয়শিল্পীসহ আরও অনেকে নিন্দা জানিয়েছেন। এর মধ্যে হান্নানকে নিয়ে সোচ্চার হয়েছে আর্টিস্ট অ্যাট রিস্ক কানেকশন (এআরসি)। সংগঠনটি এশিয়ার শিল্পীদের সুরক্ষা ও শৈল্পিক স্বাধীনতা নিয়ে কাজ করে। অবিলম্বে হান্নানের মুক্তির দাবি তুলেছে এআরসি।

দুই সপ্তাহ ধরে ‘আওয়াজ উডা’ গানটি কোটা সংস্কার আন্দোলনের ভার্চ্যুয়াল কণ্ঠস্বরে পরিণত হয়েছে বলে জানিয়েছে এআরসি। বিবৃতিতে এআরসির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (ইন্টারন্যাশনাল প্রোগ্রামস) অ্যাডাম শাপিরো বলেন, ‘বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নির্দয়ভাবে আক্রমণ করা হয়ে থাকে; হান্নানকে নির্বিচার গ্রেপ্তারের ঘটনা তারই অংশ। এআরসির তরফ থেকে অবিলম্বে হান্নানের মুক্তির আহ্বান জানাচ্ছি। বাংলাদেশিরা নিরাপত্তা বাহিনীর দমন–পীড়নের মুখে রয়েছে; আমরা দেশটির সাধারণের মানুষের প্রতি সংহতি জানাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান