অগ্নিদগ্ধ ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী ও নাট্যনির্মাতা রাহাত কবির।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে এ তথ্য জানান রাহাত কবির।
তিনি বলেন, শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি তার। আবার তেমন অবনতিও দেখছি না। এখন মুখ দিয়ে সরাসরি হালকা পরিমাণে খাবার খেতে পারেন শারমিন। কিন্তু আইসিইউতে নেয়া তো ভালো না বলে জানি।
রাহাত কবির বলেন, চিকিৎসকরা তাকে আইসিইউতে নিয়েছেন। এখন কী হয় তা আল্লাহই ভালো জানেন। আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওর (শারমিন আঁখি) জন্য দোয়া প্রার্থী আমি। শিগগিরই যেন সুস্থ হয়ে উঠে এটাই চাওয়া।
এর আগে গত ২৮ জানুয়ারি রাজধানীর মিরপুরের একটি শুটিং বাড়িতে ওয়াশরুমে বিস্ফোরণে গুরুতর আহন হন শারমিন। ওই দিনই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে। বিস্ফোরণে হাত-পা ও চুলসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গেছে তার।
You must be logged in to post a comment.