মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

আইফোনের সবচেয়ে পুরনো মডেল চালাতেন ‘ক্যাপ্টেন আমেরিকা’!

ফোরাম প্রতিবেদক / ৩৩৮ জন দেখেছেন
আপডেট : জুন ২৫, ২০২২
আইফোনের সবচেয়ে পুরনো মডেল চালাতেন ‘ক্যাপ্টেন আমেরিকা’!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ইনস্টাগ্রামে ক্রিস ইভানস একটি পোস্ট শেয়ার করেছেন যা দেখে চোখ কপালে উঠেছে ভক্তদের। ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত এই অভিনেতা হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন হলেও এতদিন ব্যবহার করলেন আইফোনের পুরনো মডেল ‘সিক্স এস’।

অভিনেতা জানিয়েছেন তার প্রিয় ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় তা বদলে ফেলতে হয়েছে তাকে।

ক্রিস লিখেছেন, ‘আরআইপি সিক্স এস। ভালো সময় গেছে আমাদের। হোম বাটন মিস করবো। তবে চার্জে দেয়ার যে যুদ্ধ করতে হয়েছে, তা মিস করবো না। ঝাপসা ছবিগুলোও মিস করবো না। অথবা ব্যাটারি ১০০% থেকে হঠাৎ করে ১৫% হয়ে হুট করে বন্ধ হয়ে যাওয়াও মিস করবো না।’

ছবির কমেন্ট বক্সে অভিনেত্রী অক্টাভিয়া স্পেন্সার লিখেছেন, ‘আমি গত সপ্তাহে হোম বাটন ছেড়েছি। আইফোন ১৩ নিয়েছি। সহজ লাগছে সবকিছু।’

২০০০ সালে টেলিভিশন সিরিজে কাজ করে অভিনয়ে জগতে প্রবেশ করেছিলেন ক্রিস ইভানস। ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছাড়াও অন্যান্য মার্ভেল চরিত্রে অভিনয় করেছেন ক্রিস। ‘ফ্যান্টাস্টিক ফোর’-এ কাজ করেছেন তিনি। কাজ করেছেন ‘গিফ্টেড’, ‘নাইভস আউট’, ‘ডিফেন্ডিং জ্যাকব’, ‘বিফোর উই গো’, ‘ব্রডওয়ে’-এর মতো ছবিতেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান