শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পূর্বাহ্ন

আইনি জটিলতায় সিনিয়র বচ্চন

বিনোদন ডেস্ক / ৮৬ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৫, ২০২৩
গুরুতর আহত অমিতাভ বচ্চন!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে ‘বিভ্রান্তিকর’, ‘মিথ্যে কথা বলা হচ্ছে’—এমন অভিযোগ জমা পড়েছে। তাঁর অভিনীত এক বিজ্ঞাপনের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের কাছে অভিযোগ দায়ের করেছে দেশটির ব্যবসায়ীদের সংগঠন সিএআইটি।

জনপ্রিয় অনলাইন শপিং সংস্থা ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল-এর বিজ্ঞাপনের জেরেই আইনি জটিলতায় সিনিয়র বচ্চন। প্রতিষ্ঠানটি দোষী হলে ১০ লাখ টাকা জরিমানার মুখে পড়তে পারেন বিগ বি’ও।

অভিযোগ জানানো হয়েছে, অমিতাভ বচ্চন অভিনীত এই বিজ্ঞাপন পুরোপুরি বিভ্রান্তিকর। শুধু তাই নয়, দেশের খুচরা ব্যবসায়ী এতে ধাক্কা খাচ্ছেন। পাশাপাশি ওই বিজ্ঞাপন তুলে নেওয়ার দাবিও জানানো হয়েছে।

বিজ্ঞাপনে মোটা টাকার বিনিময়ে তারকাদের মুখ বিক্রি হওয়া নতুন নয়। মূলত তাঁদের বিশ্বাসযোগ্যতার ওপর ভিত্তি করেই গ্রাহকেরা পরিষেবা গ্রহণ করেন। তাই কখনও কোনও পণ্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হলে সংশ্লিষ্ট বিজ্ঞাপনে জড়িত মুখকেই দায়ী করা হয়। বিজ্ঞাপনে অভিনয়ের চুক্তি সই করার সঙ্গে সেই তারকার দায়ও জড়িয়ে যায়। ক্রেতাদের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে অতীতেও একাধিকবার একাধিক তারকাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এবার সেই তালিকায় স্বয়ং অমিতাভ বচ্চন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান