আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফতরে ছুটোছুটি করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শনিবার (৫ আগস্ট) রাতে ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়ার সঙ্গে দেখা করেছেন নায়িকা। আর রবিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা কার্যালয়ে যান নায়িকা।
যদিও অপুর এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফতরে ছুটোছুটি কারণ প্রসঙ্গে কোন মন্তব্য পাওয়া যাইনি তাঁর।
তবে ডিবি প্রধান ডিআইজি হারুন অর রশিদ জানান, সাইবার বুলিং থেকে বাঁচতে ডিবিতে সহযোগিতা চেয়েছেন অপু বিশ্বাস। যদিও সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে নেট দুনিয়ায় কোনও নেতিবাচক ঘটনা কিংবা কটাক্ষের নজিরও সামনে আসেনি।
আর ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলছেন, অপু বিশ্বাস তার পূর্ব পরিচিত মানুষ। নারায়ণগঞ্জে অন্য কোনও কাজে এসেছিলেন। সেই সুবাদে তার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে গেছেন। আধা ঘণ্টার মতো সময় সেখানে অতিবাহিত করেছেন নায়িকা। তবে এ সময় আইন সংক্রান্ত কোনও বিষয়ে আলাপ হয়নি বলেও জানান ওসি।
ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের কার্যালয়ে এসে অভিযোগ দায়ের করেন অপু। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অপু বিশ্বাস।
এ সময় অপু বলেন, ‘লাল-শাড়ি সিনেমাটির নির্মাতা আমি। এটি একটি অনুদানের ছবি। কয়েকদিন আগে সুড়ঙ্গ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছিল। এরপর চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। পরে গোয়েন্দারা এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছে।’
তিনি বলেন, ‘লাল শাড়ি ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি। আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে। কারণে-অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিং হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা, কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’
অপু বলেন, ‘আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকম হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।’
ঈদুল আজহার ক’দিন পরই যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন অপু বিশ্বাস। সঙ্গে ছিল পুত্র আব্রাহাম খান জয়। তারা দুজন নিউইয়র্কে শাকিব খানের সঙ্গে সময় কাটিয়েছেন, ঘুরে বেড়িয়েছেন। কদিন হলো অপু ঢাকায় ফিরেছেন।
You must be logged in to post a comment.