শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২০ পূর্বাহ্ন

অ্যাম্বার-জনির লড়াই নিয়ে সিনেমা!

ফোরাম প্রতিবেদক / ১৪৬ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৭, ২০২২
Film about Johnny Depp-Amber Heard trial to be rush-released
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের আইনি লড়াই নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। সিনেমার নাম ‘হট টেক: দ্য ডেপ/হার্ড ট্রায়াল।’ শিগগির স্ট্রিমিং সার্ভিস ‘টুবি’-তে মুক্তি পাবে এই ছবি।

‘ভ্যারাইটি’র সূত্রে জানা গেছে, এই ছবিতে জনি ডেপের চরিত্রে অভিনয় করবেন মার্ক হাপকা ও অ্যাম্বারের চরিত্রে অভিনয় করবেন মেগান ড্যাভিস। সিনেমাটি পরিচালনা করছেন সারা লোহম্যান। এর আগে এই নির্মাতা ভৌতিক ছবি ‘গ্রিড’ নির্মাণ করেছিলেন।

Film about Johnny Depp-Amber Heard trial to be rush-released

‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হিসেবে সারাবিশ্বে নন্দিত হলিউড অভিনেতা জনি ডেপ ও তার প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের মধ্যে মানহানি মামলার ব্যাপারে সবার জানা। বহুল আলোচিত এই মামলার রায় জুনে ঘোষণা করা হলেও, শেষ হয়নি বিতর্ক। তাই এখনো এই মামলা নিয়ে জনগণের আগ্রহ তুঙ্গে। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে আলোচিত এই প্রাক্তন জুটির মামলা ও সেই সংক্রান্ত গত কয়েক মাসের ঘটনাবলি নিয়ে তড়িঘড়ি করে সিনেমা নির্মাণ করে মুক্তি দেয়ার প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা।

‘টুবি’-তে বিনামূল্যে দেখা যাবে এই ছবি। ছবিটি সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেননি জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। সূত্র: দ্য গার্ডিয়ান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান