অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যু স্বাভাবিক নয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আত্মহত্যা নাকি হত্যা—সে বিষয়ে এখনই নিশ্চিত নয় পুলিশ। আর এ বিষয়ে সন্দেহ ঘনীভূত হয়েছে তার প্রেমিকের আচরণে।
গতকাল (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই শিল্পীকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউল ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মুহূর্তেই হাসপাতাল থেকে পালিয়ে যান তাঁর প্রেমিক। এছাড়া অভিনয় শিল্পী সংঘ জানিয়েছে, অভিনেত্রীর শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।
এদিকে জানা গেছে, সেই যুবকের পরিচয়। হিমুর খালা প্রেমিকের পরিচয় ও বিস্তারিত কথা বললেন। তিনি বলেন, ‘আমি যতদূর জানি, বিগো অ্যাপস থেকে ওই বন্ধুর সঙ্গে হিমুর পরিচয়। তার ভালো সেন্ডার ছিল। আমি তাকে (হিমু) বলেছি, তুমি লাইভ করো, সাপোর্ট করো কিন্তু বিয়ে পর্যন্ত যেও না। চার-পাঁচ দিন আগে ওর সঙ্গে আমার এটুকুই কথা হয়। তার নাম জিয়াউল। তার আইডির নাম রুফি। আসল নাম জিয়াউল রুফিয়া। হিমু তাকে ব্লকও করেছিল।’
তিনি আরও বলেন, ‘ওন স্পটে মিহির ছিল। তিনি হিমুর বোন নয়, মেক আর্টিস্ট। তিনি আরও ভালো বলতে পারবেন যে, রুফি কখন হিমুর বাসায় গিয়েছে। আমি যতদূর শুনেছি দুপুরের পর সেখানের যায় রুফি। এরপর হাসপাতালে নিয়ে আসেন তিনি ও মিহির। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে হিমুর মোবাইল নিয়ে পালিয়ে যায় রুফি।’
হিমুর বাসা উত্তরা ১০ নম্বর সেক্টরে। তার ফ্ল্যাটে সিলিং হ্যাঙ্গারের দড়ি পাওয়া গেছে। এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) জ্যোতির্ময় সাহা বলেন, ‘আমরা শুনতে পাই উত্তরা ১০ নম্বর সেক্টরের একটি বাসায় কিছু এটা ঘটেছে। সেখানে গেলে বলা হয়, মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। অভিনেত্রী হুমায়রা হিমুর রুমে সিলিং ফ্যান ছিল না। ফ্যান লাগানোর ওই হ্যাঙ্গারে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে পাওয়া যায়। পরে তাঁর স্বজনেরা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ’
এসি জ্যোতির্ময় সাহা বলেন, ‘তাৎক্ষণিকভাবে এটি হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। আমরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে পরে জানানো যাবে।’
এদিকে টিভি নাটকের সংগঠন অভিনয় শিল্পী সংঘ জানায়, ময়নাতদন্ত শেষে বাদ জুম্মা চ্যানেল আই চত্বরে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে হিমুকে।
You must be logged in to post a comment.