বস্তির রানী সুরিয়া, গার্মেন্টস কন্যাসহ বেশ কিছু লেডি অ্যাকশন ছবির নায়িকা পপি। সবশেষ ‘সাহসী যোদ্ধা’ নামে চলচ্চিত্রে অ্যাকশন গার্ল হিসেবে কাজ করেছেন। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।
আবারও নতুন একটি লেডি অ্যাকশন চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাম ‘ইয়েস ম্যাডাম’।
পরিচালনা করবেন রকিবুল আলম রকিব। আসছে ১ নভেম্বর ছবিটির শুটিং শুরু হবে।
রকিব বলেন, লেডি অ্যাকশন ঘরানার এ ছবিতে আপাতত পপিকে চূড়ান্ত করা হয়েছে। এ ছবির বাকি কলাকুশলীর নাম কয়েকদিনের মধ্যে জানাবো।
১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’র মাধ্যমে ঢাকাই ছবিতে আবির্ভাব পপির। ‘মেঘের কোলে রোদ’, ‘কি জাদু করিলা’ ও ‘গঙ্গাযাত্রা’ চলচ্চিত্রে অভিনয় করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
বড় পর্দার পাশাপাশি বর্তমানে ওয়েব সিরিজেও কাজ করছেন পপি। তার অভিনীত ‘ইন্দুবালা’ এবং ‘গার্ডেন গেম’ ওয়েব সিরিজ দুটি দর্শকমহলে বেশ সাড়া ফেলে।
You must be logged in to post a comment.